সময় ও মন....
মুহুর্তেই আপনি আপনার ঘরে বসে, শুয়ে, ওয়াশরুম থেকে চলে যেতে পারেন মহাশুন্যে! এমনকি পরো কালেও- সেই যন্ত্রের নাম 'মন'!
মানুষের মন সবচাইতে দ্রুতগামী। এই মনই দ্রুত পরিবর্তনশীল। আপনি চাইলেই মহাশূন্য থেকে ফিরে আসতে পারেন যেখানে খুশী। এই পরিবর্তনশীলতার জন্যই একজন মানুষ তার খুব প্রিয়জনকেও একসময় ভুলে যায়। সময় যত যায় স্মৃতিও ঝাপসা হয়ে আসে। স্মৃতির পাতার ওপর ধুলো পড়ে।
একসময় আপনি যাকে ছাড়া বাঁচতে পারবেনা ভেবেছিলেন, যাকে একমূহুর্তের জন্যেও ছেড়ে থাকতে পারতেন না, তাকে ছেড়েই অনায়াসে দিন কাটান, কাটাতে বাধ্য হযন। ধীরে ধীরে স্মৃতির পাতায় ধুলো পড়ে ঝাপসা হয়ে আসে। বিলীন হয়ে যায় একসময়- যা মন পরিবর্তনশীলতার জন্যই হয়। এই পরিবর্তনশীলতার নিয়ন্ত্রণ করে সময়।
সময়ই হচ্ছে সবচেয়ে শক্তিশালী।
তার কাছে মানুষ অপরিমেয় শক্তি নিয়েও তুচ্ছ। সময়, যার অপর নাম মহাকাল।
শুভ সকাল।
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০২৪ সকাল ১১:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



