মায়া....
সৈয়দ মুজতবা আলী তাঁর একটা লেখায় একটা ফার্সি বানীর অনুবাদ লিখেছিলেন, "জীবন একটা পেঁয়াজের মতো, যে খোসা ছাড়ায় তাকেই কাঁদতে হয়"।
সত্যিই জীবনে যাকিছু গ্রহণ অথবা অগ্রহণযোগ্য সবই নিছক একটা দৃশ্যমান রেখা। যে রেখা দৃশ্যমান হলে অামরা তৃপ্ত কিম্বা অতৃপ্ত থাকি। এই তৃপ্ত অতৃপ্ততা সত্যিকারর্থে অামাদেরকে কিছুই দেয় না- শুধুই একটা মায়ার উপলব্ধি ছায়া। অামরা জায়গা ছেড়ে দিই অন্যের জন্যে। অন্যরাও একসময় জায়গা ছেড়ে দেয় অন্যের জন্য।
এই ছেড়ে দেওয়াটা অামাদের জন্য শাশ্বত। ছেড়ে যাওয়া বা নতুনের অাসাটা ততোটা উদ্বেগের বিষয় নয়। যেটা অামাদের ভাবাতে পারে তা হলো মায়াজাল। যে মায়াজালে অামরা অাটকে অাছি। অার এই জীবের কান্না হলো মায়াজালের একটা অংশ মাত্র।
মৃত্যু অামাদের সবকিছু মিথ্যে করে দেয়। এই মৃত্যুই হলো একটা বিরাম চিহ্ন। দীর্ঘ বিরামচিহ্ন। যেখানে একটু কান্না ছাড়া কিছুই দেবার থাকেনা।
অতএব, জীবনের জটিল খোসা ছড়াতে গেলেই জটিলতা বাড়বে, কান্নাও বাড়বে- তাই জীবন যেভাবে চলছে চলুক।
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০২৪ সকাল ১১:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



