
ঠোঁটে আংগুল চেপে শশশশ্, এই শব্দটার মানে চুপ। চুপ থাকতে বলা। এই শব্দটা সবচেয়ে বেশি শুনতাম স্কুলের নিচু ক্লাসে পড়ার সময়। একটা পিরিয়ড শেষ হয়ে আরেকটা শুরুর সময় যখন টিচার ক্লাসে ঢুকেই Noisy students দের দিকে নির্দেশ করে বলতেন "শশশশশ্, মুখে আঙুল দাও"- মানে শান্ত হও, চুপ কর। কিন্তু, তাতেও কোনো লাভ হত না, বরং চুপ থাকতে বলাটাও আমরাও সমস্বরে বলতাম এবং কথা বলতাম তথৈবচ। কথা চলতো ভিন্নভাবে..... ।
ছেলে বেলায় কথা বলতাম প্রগলভতায়- যার কোনো মাথামুণ্ডু ছিলো না। এখন পরিপক্ব বয়সে যা বলি তা মোটামুটি জেনে বুঝেই বলি। এতোসব নিষেধাজ্ঞার পরেও আমি এখনও পারি না চুপ করে থাকতে। যখন কেউ আমাকে বলে আমি যেন শান্ত হই, কথা কম বলি, তখন আমার মনে হয় এটাতে নিজের উপর অত্যাচার করতে বলা হয়।
আমার সেই সমস্ত মানুষদের উপর ভীষণ করুণা করতে ইচ্ছে হয় যারা সত্য কথা বলেন না, আনন্দ করতে জানেন না, নিজেকে এক্সপ্রেস করতে জানেন না তাদের উপর। একটা সময় আসবে যখন তাদেরকে কেবলই "শশশশশ্" হয়েই থাকতে হবে। "শশশশশ্" শব্দটা মানুষের মৌলিক মানবিক অধিকার কেড়ে নেয় বাকস্বাধীনতা কেড়ে নেয়! "শশশশশ্" এখন শুধু কথা বলায় নয়, "শশশশশ্" এখন লেখালেখিতেও। এখন ডিজিটাল লেখার স্বাধীনতাও নাই, সেখানেও চলছে "শশশশশ্"!
আমি আমার মত থাকতে চাই, আমার মত করেই কথা বলতে চাই- যার নাম বাকস্বাধীনতা। বাকস্বাধীনতা আমার, আপনার, আমাদে সকলের মৌলিক অধিকার।
(পুনঃ প্রচার)
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০২৪ সকাল ১১:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



