১৯ টি উট ভাগের কাহিনী....
এক বেদুঈনের ১৯টি উট ছিলো। মৃত্যুর পূর্বে তিনি উইল করে গিয়েছিলেন, তার মৃত্যুর পরে তার উনিশটি উটের মধ্যে অর্ধেক তার ছেলেকে, তার একের চতুর্থাংশ তার মেয়েকে, উনিশটি উটের মধ্যে পঞ্চম ভাগ তার ভাইকে দেওয়া হবে।"
আত্মীয়স্বজনরা খুব চিন্তায় পড়ে গেলো যে, এই ভাগ কি করে করা যাবে?
উনিশটি উটের অর্ধেক অর্থাৎ একটি উটকে দু ভাগ করতে হবে, তাহলেতো উটই মরে যাবে। আচ্ছা, একটা উট না হয় মারাই গেলো, এরপর আঠারোটি উটের এক চতুর্থাংশ -----সাড়ে চার ---সাড়ে চার -----তারপর?
সকলেই খুব চিন্তার মধ্যে ছিলো। তখন সকলে মিলে এক বুদ্ধিমান বৃদ্ধ ব্যক্তিকে ডেকে আনলেন।
সেই বুদ্ধিমান ব্যক্তি নিজের উটে চড়ে এসেছিলেন। তিনি সব কথা শুনে বললেন, "এই উনিশটি উটের সঙ্গে আমার উট মিলিয়ে ভাগ করে দাও।"
*সবাই ভাবতে লাগলো- যিনি উইল করে মারা গেছেন তিনি এক পাগল, এখন এই দ্বিতীয় পাগল এসেছেন- তার উটটি মিলিয়ে ভাগ করে দিতে। সবাই চিন্তা করে দেখলো, কোনো উপায় যখন নেই, এনার কথা শুনেই দেখা যাক।
১৯ + ১ = ২০
২০ র অর্ধেক ১০টি উট ছেলেকে দেওয়া হলো।
২০ র ১/৪ = ৫টি উট মেয়েকে দেওয়া হলো।
২০ র ১/৫ -- ৪টি উট ভাইকে দেওয়া হলো।
১০ + ৫ + ৪ = ১৯
এইপ্রকারে একটি উট যোগ করাতে ১৯ টি উটের ভাগ সুখ, শান্তি এবং আনন্দের সঙ্গে হয়ে গেলো। যে একটি উট বেঁচে গেলো, সেই উটটি বুদ্ধিমান ব্যক্তির ছিলো। সে সেই উটটি নিয়ে নিজের গ্রামে ফিরে গেলো।
(ঈশপের গল্প থেকে ভাবান্তরিত))
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




