মাইন্ডসেট.......
সংখ্যাগরিষ্ঠ বাঙালি মাইন্ডসেট বলতে বোঝে- 'জীবনে প্রতিষ্ঠা পাওয়া'- হলেও আমার ব্যাক্তিগত চিন্তাভাবনায় ভিন্নতা ছিলো সব সময়ই। আমার মাইন্ডসেট খুব একটা গোছান এবং পরিকল্পিত কিছু নয় বরং অনেকটাই উদাসীন।
ছেলে বেলা থেকেই পরিবারে আমাকে শাসন করার তেমন কেউ ছিল না, তাই অনেকটা খেয়াল খুশী মতো বড়ো হলেও উচ্ছন্নতা আমাকে কখনও ছুঁতে পারেনি। যদিও খুব কম বয়সেই বুঝেছি- আমাদের আর্থিক স্বচ্ছলতা আছে.... মনে একটা প্রচ্ছন্ন ধারণা পোক্ত হয়ে গেছিল- বর্তমান জীবনে ভবিষ্যৎ জীবনের জন্য খুব একটা পরিশ্রমের দরকার কী!
যতটুকু পড়লে ঠিক পাশ করা যায় ততটুকুই পাঠ্যপুস্তকে থাকতাম। অনেক সময়ে যতটুকু উত্তর দিলে পরীক্ষায় পাশ করা যায় ততটুকুই দিতাম।
একেবারেই কেরিয়ারিস্ট ছিলাম না সত্য কিন্তু আমি দেশী বিদেশি অজস্র বই পড়েছি, জীবনীগ্রন্থ, রাজনীতি, অর্থনীতি, ইতিহাস, ভূগোল, দর্শন, ধর্মীয় সহ নানান রকমের বই এবং এখনো পড়ি। এই জীবনে আমি অসংখ্য বিশ্ববিখ্যাত মুভি দেখেছি। দেশ বিদেশের অসংখ্য মানুষের সাথে মিশেছি-সেটাই বোধহয় আমার জীবনের অনেক বড়ো অর্জন।
আত্মীয় স্বজন, সহকর্মী বা ওপরঅলাদের ততোটা প্রিয় আমি কোনদিনই ছিলাম না, যতোটা প্রিয় ছিলাম অধস্তনদের কাছে। কোনো প্রকার দু’নম্বরী জীবনে করিনি- করবোও না- যা হয় হোক। তারপরও অনেক কিছু অর্জন হয়েছে। অনেকের এতোটাও হয় না। নিজের মতো থাকায় অনেক সুখ। মেপে মেপে চলতে গেলে অনেক অসুবিধে। জীবনও অনেকটাই কাটিয়ে এলাম। অনেক মায়ার বন্ধনে জড়িয়েছি- কিন্তু এখন আর কোনো বন্ধন আমাকে টানে না।
আত্মীয়-বন্ধুবান্ধব-দেশ-বিদেশ মানুষজন জীবজগৎ সবার নিরন্তর মঙ্গল হোক।
অনর্থক হানাহানি বন্ধ হোক।
মানুষ মানুষকে ভালোবাসুক- সব সময় এই চিন্তাই আমাকে চালিত করে।।
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




