কাজ এবং বয়স......
মানুষ কোনও কিছু না করলে তাকে অচল বলা যায়, আর অচলের আরেক অর্থ বৃদ্ধ হওয়া। এখানে কিছু করার অর্থ কোনও আয় করা নয় বরং কোনও কাজে লেগে থাকা। কারও বয়স যদি হয় ২০ আর সে কোনও কাজ না করে তাহলে তার মূল বয়স হবে ৬০। কারণ সাধারনত ৬০ বছর বয়স হলেই মানুষের বিশ্রাম নেওয়ার একটা প্রবণতা থাকে।
আবার কারও বয়স যদি হয় ৮০ কিন্তু সারাদিন কোনও না কোনও কাজে নিজেকে ব্যাস্ত রাখে তবে তার বয়স দাঁড়ায় ৩০ বছরে। কারণ সাধারনত ৩০ বছরের যুবকেরা সারাদিন কাজে ব্যাস্ত থাকে। সুতরাং এখানে যারা আমার বক্তব্য/ লেখা পড়বেন তাদের সবাইকে আমি বন্ধু হিসেবে অনুরোধ করবো কেউ আপনারা অযথা সময় নষ্ট করবেন না।
বয়সের ভারে বৃদ্ধ না হয়ে বরং কাজের ভারে যুবক থাকার চেষ্টা করবেন। জীবনে এখনও অনেক পথ পাড়ি দিতে হবে। এখানে কল্পনাকে প্রশ্রয় দেবেন না, মনের মাঝে নানা রঙের স্বপ্ন না এঁকে বাস্তবতার ফানুস উড়াবেন।
যারা কাজ না করে শুধু স্বপ্ন নিয়ে পড়ে থাকে, তারাই বাস্তবতার মোকাবেলা করতে পারে না। কিন্তূ যারা বাস্তবতাই বিশ্বাসী তারাই এ জগত সংসারে টিকে থাকে। আশা করি সবাই ভেবে দেখবেন।
সকলের প্রতি রইলো শুভ কামনা।
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


