'আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি!'-
কবি নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার এই লাইন সার্থক করে তুলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনেস্কি। বহু মেরুদণ্ডবিহীন মানুষের মাঝে হাসতে হাসতে লড়তে থাকা একজন মানুষ আমার মনে জায়গা করে নিয়েছেন। এই ছবিটা যতবারই দেখি-ততবারই প্রেরণা লাভ করি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনেস্কির আরও একটা বক্তব্যঃ- "অফিস আদালতে আমার ছবি ঝুলতে দেখার কোনো ইচ্ছে আমার নেই, রাষ্ট্রপতি কোনো উপাস্য ব্যক্তি নয় যে তাকে অনুসরণ করতে হবে, বরং নিজের বাচ্চাদের ছবি রাখো, প্রত্যেকটা নির্ণয় নেওয়ার আগে যেন চোখে পড়ে আর মনে পড়ে কাদের জন্য নির্ণয়টা নিচ্ছো।"
একই সংগে আমি মনে করি, রাশিয়া- ইউক্রেন যুদ্ধের পিছনে শতভাগ কুটচাল চালছে আমেরিকা এবং তাদের দোশর গং।
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৫:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




