ফিনিক্সের মৃত্যু নেই, ফিনিক্সের মৃত্যু হয়না....
ফিনিক্সের মৃত্যু নেই, ফিনিক্সের মৃত্যু হয়না.....
এলোমেলো ভাবনার কোলাজ কিছু চিহ্ন রেখে যায়,
বড়ো মায়াবী সে চিহ্ন...নরম ক্ষত লুকিয়ে রেখেও বুক ভরে নিশ্বাস নেয় পায়ে পায়ে দিগন্তের শেষ প্রান্তে হেঁটে গিয়ে।
কিছু লড়াই খুব অদ্ভুত।মৌনমুখর...অকথিত সংলাপের বিন্যাসে শিরায় শিরায় তীব্র বারুদের গন্ধ।
কখনো নিকষ কালো অন্ধকারের মাঝে জোনাকির ধৃষ্টতা,কখনো বা গোঁত্তা খাওয়া ঘুড়ির হার-না-মানা জেদ।
গভীর রাতে রোজ জন্ম নেয় ফিনিক্স-
ডানা ঝাপটানোর আওয়াজ কেউ শুনতে পায়না...
শব্দের মিছিলের শেষ সারির স্বপ্নগুলো প্রত্যয়ী-
কেউ বুঝতে পারেনা...
অতীত আর বর্তমান এক অজানা বিন্দুতে মিলে মিশে ভবিষ্যতের জন্য প্রস্তুত-
কেউ খবর রাখে না।
মুহূর্তরা অবিরত চোখ রাখে খসে পড়া তারার খোঁজে,
বৃত্ত ছোটো হয়..মরমী সংকল্পের উষ্ণ পালকের পেলব স্পর্শে।
ভোর হবে...বদলাবে সময়।
বদলে যাবে সংজ্ঞা।
ফিনিক্সের মৃত্যু নেই,
ফিনিক্সের মৃত্যু হয়না।
সৌজন্যেঃ ব্লগার শূণ্য সারমর্ম।
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




