"আমাকে আমার মতো থাকতে দাও,
আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি।
যেটা ছিলনা, ছিলনা সেটা না পাওয়াই থাক,
সব পেলে নষ্ট জীবন।" ....
সফলতার কোন সংজ্ঞা নেই, সফলতা একটা মানসিক ধারণা মাত্র। সবার জীবনে সফলতার মানদন্ড একই রকম নয়। কেননা জীবনকে একেকজন একেকরকম ভাবে দেখেন। সফলতা জীবনে সন্তুষ্টি আনে। কিন্তু সফল হওয়ার এই রাস্তা মোটেও সহজ নয়, অনেক চাপ ও ব্যার্থতার গ্লানি সামলে তাকে এগিয়ে যেতে হয়।
আমি সুন্দর নই
তবে সুন্দরের পূজারি।
আমি যুধিষ্ঠির নই
তবে অকারণে মিথ্যা বলি না।
আমি ধনী নই
তবে অকারণে মনে দারিদ্র নেই।
আমি অতি শিক্ষিত নই
তবে মানুষ হওয়ার শিক্ষা পেয়েছি।
আমি শক্তিশালী নই
তবে লড়াই করার সাহস আছে।
শুধু একটাই চাওয়া
যেন শিরদাঁড়া সোজা হয়ে
হাটতে পারি।
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




