জগৎ জুড়িয়া মীরজাফর.....
মীরজাফর বর্তমানে কোনো ব্যক্তির নাম নয়, একটা জাতির নাম। সে জাতির নাম নরপশু। সুদূর ইতিহাস থেকে বর্তমান, ধর্মীয় আন্দোলন থেকে স্বাধীনতা আন্দোলন- সর্বত্র এই মীরজাফরের তালিকা ক্রমবর্ধমান।
মনে পড়ে সেই কালজয়ী নাটক এবং চলচ্চিত্রের সিরাজদ্দৌলার কথা। পলাশীর যুদ্ধে পরাজিত নায়ক হতভাগ্য সিরাজকে গঙ্গাবক্ষ থেকে বন্দী করে আনা হয়েছে। নবাব জানেন তার মৃত্যু আসন্ন। তাকে হত্যা করবে ইস্ট-ইন্ডিয়া কোম্পানির দালাল মীরজাফরের দল। হত্যার আগে নবাবের অত্যন্ত প্রিয় অনুচর গোলাম হোসেন তাকে সান্ত্বনা দেবার জন্য যখন বললেন "জাঁহাপনা, আবার আমরা জন্মাব- আপনি মসনদ পাবেন, বন্দীরা আপনার জয়গান গাইবে, দেশ বিদেশ থেকে কত উপহার আসবে।"
...তখন নবাব বললেন, "আর ঐ মীরজাফর, উমিচাঁদ, ইয়ারলাতিফ, রায়দুর্লভ, জগৎ শেঠের দল কী জন্মাবে না গোলাম হোসেন?"
নবাবের এই সংলাপ অমোঘ চিরন্তন সত্য। মিরজাফরেরা আগেও ছিল, আজও আছে, আগামী দিনেও জন্মাবে। ওরা রক্ত বীজের বংশধর। ওদের ক্ষয় নাই, বিনাশ নাই। মীরজাফর একটা নাম নয়, বর্তমানে এর অর্থ বেঈমান, বিশ্বাস ঘাতক। চারদিকে তারা অজস্র জন্মাচ্ছে।
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০২৪ সকাল ১১:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




