প্রত্যেকটা মানুষই একজন ম্যাজিশিয়ান......
"প্রতি দিন আপনি যখন ঘুম থেকে ওঠেন, এমন ভোরের আলোর জন্য, আপনার জীবনের জন্য এবং জীবনীশক্তির জন্য ধন্যবাদ জ্ঞাপন করুন। প্রতিদিন যে খাবার আপনি পাচ্ছেন, এবং বেঁচে থাকার যে আনন্দ আপনি পাচ্ছেন, তার জন্য ধন্যবাদ জানান। যদি আপনি ধন্যবাদ দেবার কোনো কারণ খুঁজে না পান, তাহলে বুঝতে হবে যে, আপনার নিজের মধ্যেই কোনো ত্রুটি রয়েছে।" -তিকামসে (১৭৬৮-১৮১৩) সাউনী আদিবাসী আমেরিকান নেতা।
বেঁচে-থাকা এক আশ্চর্য জাদু!
আমাদের সামনে একটি দরজা বন্ধ হ'লে আমরা দুঃখে ভেঙে পড়ি। বিষাদে কাতর হই।
কিন্তু পরক্ষণেই জীবন দশটি দরজা খুলে দিয়ে বলে, 'থামতে নেই, হাঁটো।' হৃদয় পুনরায় স্বপ্ন দেখে। হৃদয় পুনরায় ভালোবাসবার গান গায়। হৃদয় পুনরায় গল্প লেখে।
বেঁচে-থাকা এক আশ্চর্য জাদু!
জীবনকে ধন্যবাদ দাও। সে একটি দরজা বন্ধ ক'রে দশটি দরজা চিনিয়েছে বলে।
জীবনকে কৃতজ্ঞতা জানাও। সে ছোটো পথ থেকে বড়ো পথের দিকে এগিয়ে দিয়েছে বলে।
বেঁচে-থাকা এক আশ্চর্য জাদু!
এবং মানুষ হচ্ছে সব চাইতে বড়ো জাদুকর।
বিখ্যাত সব ব্যক্তিদের দ্বারা ইতিহাস ভারাক্রান্ত, যারা কৃতজ্ঞতা জ্ঞাপনের অনুশীলন করেছেন এবং যাদের কার্য সম্পাদন বিশ্বের বরেণ্য ব্যক্তিদের মধ্যে তাদের স্থান, সম্মান, শ্রদ্ধার আসনে চির সমাদ্রিত হয়ে আছেন অনেক অনেক ব্যক্তি। আলবার্ট আইনস্টাইনের বৈজ্ঞানিক আবিষ্কার আমরা যেভাবে এ বিশ্বব্রহ্মাণ্ডকে দেখি তা সম্পূর্ণরূপে বদলে দিয়েছে। এবং যখন তার বিরাট কৃতিত্বপূর্ণ কাজের জন্য তাঁর কাছে কিছু জানতে চাওয়া হয়, তখন তিনি শুধু তাদেরকে ধন্যবাদ জানান। সর্বকালের মধ্যে সবচেয়ে মেধাসমৃদ্ধ এবং অত্যুজ্জ্বল যে মনগুলো তারা শুধু তাদের কৃতিত্বপূর্ণ কাজের জন্য অন্যদের শত শতবার ধন্যবাদ জ্ঞাপন করেন। এতে কি আশ্চর্য হবার মতো কিছু আছে যে বহুসংখ্যক জীবনের রহস্যের আত্মপ্রকাশ ঘটেছিলো আইনস্টাইনের জীবনের মধ্যে? এতে কি আশ্চর্য হবার মতো কিছু আছে যে, আলবার্ট আইনস্টাইন ইতিহাসের সবচেয়ে বৃহত্তম এবং মহানতম বৈজ্ঞানিক আবিষ্কার করেছিলেন? তিনি তাঁর জীবনের প্রতিটি দিন সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে গিয়েছেন।
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



