somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

বাংলা যখন আফ্রিকার একটি দেশের সরকারি ভাষা.......

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলা যখন আফ্রিকার একটি দেশের সরকারি ভাষা.......

সিয়েরা লিওন।
সে দেশের পশ্চিমে অতলান্তিক সাগর। এক দিকে লাইবিরিয়া। অন্য দিকে গিনি। পূর্ণচাঁদের মায়ায় সমুদ্র তীরে আফ্রিকান ড্রাম বাজে। আফ্রিকানরা নাচে নিজস্ব ছন্দে।

প্রায় হাজার কিলোমিটার দূরের সে দেশটা একবার দেখার সাধ হয়। অদ্ভুত রোমান্টিক নামের জন্য নয়।
সেখানে যাওয়ার সাধ জাগে, ওই আফ্রিকান দেশে একদা 'বাংলা অন্যতম সরকারি ভাষা' ঘোষণা দেওয়ার খবর পড়ে। বাংলাদেশের সকল মিডিয়ার খবরে আমরা পাঠক-দর্শক-শ্রোতারাও আবেগে উদ্ববেলিত হয়েছিলাম। ফেব্রুয়ারি মাস বলে আমারও মাতৃভাষা চেতনা নতুন করে জাগ্রত হয়েছে- কাজেই স্যোশাল মিডিয়ায় একটা পোস্ট না দিলে ইজ্জৎ থাকেনা!

ভাবলাম সিয়েরা লিওনের দ্বিতীয় রাস্ট্র ভাষা সম্পর্কে কিছু লিখবো। তাই সিয়েরা লিওনের রাস্ট্রীয়/সরকারি ওয়েবসাইটে অনেক ঘাটাঘাটি করে দেখলাম- কাগজে কলমে সেই তথ্য আর পাওয়া যায় না, বাংলার প্রসঙ্গ আর নেই। তবে তা ঘোষণা হয়েছিল একবার।
ফেব্রুয়ারি মাস এলেই দেশের সর্বস্তরের সর্বেসর্বারা সর্বত্র মাতৃভাষা বাংলা প্রচলনের জন্য বক্তৃতা বিবৃতিতে ছয়লাব করে ফেলে। অনেকেই আবার মাতৃভাষা বাংলা প্রচলনের জন্য ইংরেজিতে বক্তৃতা দেন। একুশের বইমেলা আয়োজন উজ্জাপণ সে এক এলাহী কাণ্ড!অজস্র মানুষ উৎসব আনন্দে মাতোয়ারা হয়। বাংলা একাডেমি, ঢাকা বিশ্ববিদ্যালয়, সরওয়ার্দি উদ্যান পেরিয়ে শাহাবাগ, নীলক্ষেত, পলাশী এলাকায় ফুচকা চটপটি বিক্রেতাদের রমরমা ব্যবসায় পোয়াবারো। ভাষা দিবসের উৎসবের রাতে জ্বলে যায় ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি, বাংলা একাডেমি আর বিভিন্ন অডিটোরিয়াম। তাঁদের আবেগী বক্তব্য, গলার স্বরে উঁচু-নিচু প্রেক্ষাপণ দেখে শুনে এবং খবর পড়তে পড়তে চোখ ভিজে যায়। তখন মিথ্যা সান্ত্বনা পেতে সিয়েরা লিওনের বাংলা কানেকশনে চোখ ফেলি। বাংলাদেশ থেকে এত দূরের ওই পশ্চিম আফ্রিকান দেশে কী করে বাংলা সরকারি ভাষা হয়েই যাচ্ছিল!



সিয়েরা লিওন হল নতুন প্রজন্মের বাংলাদেশের সেনাদের গৌরবের গল্প। আমার জন্মভূমি বাংলাদেশের বাঙালি সেনাদের গৌরব। সেই তথ্য চরম আকর্ষক। কেন বেশি করে প্রচার হয় না, জানা নেই।
১৯৯১ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত সেখানে গৃহযুদ্ধের অর্ধ লক্ষাধিক লোক মারা গিয়েছিল। সিয়েরা লিওন তখন গৃহযুদ্ধে জ্বলছে। জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর অংশ হতে আমাদের দেশ থেকে প্রথমে গিয়েছিলেন ৭৭৫ জন সেনা সদস্য। পরবর্তীতে প্রায় ৫ হাজার ৩০০ জন সেনা সদস্য পাঠানো হয়। ৩১ দেশের ১৭০০০ সেনার সেই বাহিনীর বিরাট অংশই বাংলাদেশি।

প্রথমে যে জায়গাটায় বাংলাদেশের সেনারা দ্বায়িত্ব গ্রহণ করে সেই যায়গার নাম- লুঙ্গি। প্রাণের ঝুঁকি নিয়ে আমাদের সেনারা সিয়েরা লিওনের সশস্ত্র বিদ্রোহীদের ডেরা দখল করে। বিদ্রোহীদের দমন করায় বাংলাদেশি সেনাদের ভূমিকাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ।
শান্তি রক্ষার সাথে একইসাথে বাংলাদেশের সেনারা ক্ষুধার্তদের খাবার, আর্ত পীড়িতদের বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা সেবা দিয়ে সিয়েরা লিওনের সর্বস্তরের জনগণ এবং সরকার বাংলাদেশের সেনাদের আপনজন স্বজন হিসেবে গ্রহণ করতে দ্বিধা করেনি।
সিয়েরা লিওন সরকারও বাংলাদেশিদের অবদান ভোলেনি। সেই দেশে শান্তি ফেরার পর, ২০০২ সালে তখনকার প্রেসিডেন্ট আহমেদ তেজান কাবাহ শান্তিচুক্তির পর ঘোষণা করেন, "বাংলা হবে সিয়েরা লিওনের অন্যতম সরকারি ভাষা।" বাংলাদেশের সেনাদের লড়াইয়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছিল বাংলা দেশের সেই স্বীকৃতি। সেটা হয়তো কথার কথা ছিল। স্রেফ আবেগে। কিন্তু সেটা ছড়াতে ছড়াতেই পল্লবিত হয়ে ডালপালা মেলেছে।

সিয়েরা লিয়নের সরকারি রেকর্ড, দস্তাবেজে আজ আর বাংলার নাম নেই। বাংলার বদলে সেখানে ক্রিও, মেন্দে, তেমনে, লিম্বার মতো ভাষার কথা শোনা যায়। সবচেয়ে বেশি লোকে কথা বলে ইংরেজিতে। কিন্তু এটা সত্যি, ওই বাংলাদেশি সেনারা বাংলাদেশের সংস্কৃতি, ভাষা, গানবাজনা দিয়ে মিশে গিয়েছিলেন সে দেশের মানুষের সঙ্গে।

ওই সময় বাংলাদেশি সেনারা ৫৪ কিলোমিটার রাস্তা তৈরি করেছিলেন- যা সিয়েরা লিওনের যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চিকিৎসা সেবা এবং স্কুল পরিচালনা করায় সিয়েরা লিওনের নাগরিকদের বাংলা ভাষা শিক্ষায় উতসাহ দেন। খুব অল্প সময়ের মধ্যে অনেকেই বিশেষ করে শিশুরা বাংলায় কথা বলতে, লিখতে শিখে। প্রমাণিত হয়েছে- বাঙালিরা যেমন যুদ্ধ করে দেশ স্বাধীন করতে পারে। বুদ্ধি ও পরিশ্রম দিয়ে রাস্তা বানাতে পারে ভিনদেশে। চিকিৎসা সেবা দিয়ে সুস্থ করতে পারে সুদূর সিয়েরা লিওনের আর্ত পীড়িতদেরও। ভালো ব্যবহার দিয়ে মন জয় করতে পারে ভিনদেশের মানুষের। বাংলাদেশি সেনারা ওখান থেকে ফিরে এসেছেন প্রায় ১৫ বছর আগে। বাংলা সরকারি ভাষা না হোক, বাঙালি অতলান্তিক পারের দেশে মন জয় করেছিল।

সিয়েরা লিয়ন নামটা বাঙালির ভাষা দিবসে হৃদয়ে গেঁথে যায় আরও। তাঁরা হয়তো ভুলে যেতে পারেন। আমরা ভুলব না সিয়েরা লিয়ন ও বাংলাদেশের বাঙালির সংযোগ। রাজধানী ফ্রি টাউনে এক বিশাল শিমুল গাছ। সেখানে আফ্রো-আমেরিকান জনতা প্রথম জনসভা করেছিল ক্রীতদাস প্রথা থেকে মুক্তির পর। মুক্তির গান গেয়েছিল। ধন্যবাদ জানিয়েছিল ঈশ্বরকে। এ গাছ সিয়েরা লিওনের নাগরিকদের ক্রীতদাসত্ব থেকে মুক্তির প্রতীক। অন্যদিকে বাংলাদেশ বর্তমান সিয়েরা লিওনের শান্তি ও সমৃদ্ধির অন্যতম অংশীদার।
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:০১
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভারতীয় আগ্রাসনবিরোধী বিপ্লবীর মৃত্যু নেই

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৩ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:৩৭



শরিফ ওসমান হাদি। তার হাদির অবশ্য মৃত্যুভয় ছিল না। তিনি বিভিন্ন সভা-সমাবেশ, আলোচনা ও সাক্ষাৎকারে বক্তব্য দিতে গিয়ে তিনি অনেকবার তার অস্বাভাবিক মৃত্যুর কথা বলেছেন। আওয়ামী ফ্যাসিবাদ ও ভারতবিরোধী... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৭৩

লিখেছেন রাজীব নুর, ২৩ শে ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৩৪



গত কয়েকদিন আমি চিনি ছাড়া চা খাচ্ছি।
সারাদিনে মাত্র দুই কাপ চা। আগে চা খেতাম কমপক্ষে ৮ থেকে দশ কাপ। সবচেয়ে বড় কথা চা যেমন-তেমন, সিগারেট খাচ্ছি না।... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তান ও চীন কি ভারত-বাংলাদেশ যুদ্ধ বাধাতে চায়?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৩ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১১:৩১



ভারত-বাংলাদেশ যুদ্ধে পাকিস্তান ও চীনের লাভ আছে। যুদ্ধে বাংলাদেশ ক্ষতিগ্রস্থ্য হলে ভারত বিরোধীতায় তারা সহজে বাংলাদেশীদের তাদের পাশে পাবে। বাংলাদেশের নিরাপত্তার অযুহাতে এখানে তারা সামরিক ঘাটি স্থাপনের সুবিধার... ...বাকিটুকু পড়ুন

প্রচুর ব্লগিং করুন, কিন্তু......

লিখেছেন জটিল ভাই, ২৪ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১:৫৯

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে)

তা... ...বাকিটুকু পড়ুন

ছাত্রলীগের লুঙ্গির নিচে ছিল শিবির, এখন শিবিরের লুঙ্গির নিচে ঘাপটি মেরে আছে গায়ে বোমা বাঁধা সশস্ত্র জঙ্গিরা

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:১৫


"তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আদেশ: চোখে যা দেখেছো, কানে যা শুনেছো, সেগুলো সঠিক নয়, সেসব ভুলে যাও।" - জর্জ অরওয়েল

অনেকদিন ধরে একটি পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে, বাংলাদেশে কোনো জঙ্গি নেই। এতদিন... ...বাকিটুকু পড়ুন

×