মানুষের জীবনে বিবাহ প্রথা কিভাবে এলো.....
গাধা অতি অবাধ্য পশু। একটা গাধাকে খুঁটির সঙ্গে বেঁধে রাখলে, গাধাটি মেজাজ হারিয়ে খুঁটি উপড়ে নিয়ে কোথাও যায়। গাধার চরিত্র হলো ভিন্নধর্মী। একটা গাধা উত্তর দিকে যেতে চাইলে, অন্যটা দক্ষিণ দিকে যাবেই। এক গাধা ছুটে পালাতে চাইলে, অন্য গাধা ধপাস করে বসে পড়বে!
মানুষ বুদ্ধিমান প্রাণী।
এমন যন্ত্রণার হাত থেকে নিস্তার পেতে, বহু যুগ আগে, মানুষ একটা নতুন পদ্ধতি অবলম্বন করে। খুঁটির পরিবর্তে, দুটো গাধাকে পরস্পরের সঙ্গে বেঁধে দেওয়া শুরু হয়!
দুটো গাধাকে এক দড়িতে বেঁধে রাখার এই পদ্ধতি অবলম্বন করলে- গাধা পালানোর ঝামেলার হাত থেকে রক্ষা পেলো।
কথিত আছে যে, মানে শোনা যায় আর কি!
এই পদ্ধতি থেকে অনুপ্রাণিত হয়ে, আমাদের পূর্ব পুরুষদের ইয়ে, মানে বিবাহের কথা মাথায় আসে। অর্থাৎ মানুষের বিবাহ পদ্ধতি আবিস্কার হয়েছে গাধাদের নিয়ন্ত্রণ করার পদ্ধতি থেকে....
ভাগ্যের নির্মম পরিহাস! বিবাহিত মানুষ কথায় কথায় নির্বুদ্ধিতার জন্য গাধার উদাহরণ দেয়"
(ইহা নিছকই একটি রম্য রচনা, আমাদের হোয়্যাটসয়্যাপ গ্রুপ থেকে)
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৫:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




