পরকীয়া যখন সত্যিকারের প্রেম হয়......
নতুন নতুন বই পড়ার প্রতি আমার যেমন আগ্রহ তেমনই একই বই বারবার পড়তেও ভালো লাগে। কারণ, একটা বই যতবারই পড়ি ততবারই নতুন কিছু আবিষ্কার করি। আসলে এ এক আবিষ্কারের নেশা, উদ্ভাবন এবং উন্মোচনের নেশা!
বলতে দ্বিধা নেই, আমার জানার সীমাবদ্ধ অসীম। বইয়ের ক্ষেত্রেই, আমি অনেক ভালো বইয়ের নামও জানিনা! যা জানি তাই বা পড়ে শেষ করতে পারছি কই?
মানিক বন্দ্যোপাধ্যায়র অমর সৃষ্টি "পুতুল নাচের ইতিকথা" বাংলা সাহিত্যে বহুল পঠিত, আলোচিত এবং সমালোচিতও হয়েছে। আমি নিজেও "পুতুল নাচের ইতিকথা" অনেকবার পড়েছি। বইটি যতবার পড়েছি ততবারই নতুন কিছু আবিষ্কার করি। যেমন, পরকীয়া....
এই বইটি না পড়লে পরকীয়া প্রেম সম্পর্কে আমার কঠিন অজ্ঞতা থেকে যেত। ভাবতাম পরকীয়া মানেই শারীরিক সম্পর্ক! এই ভ্রান্ত ধারণা থেকে আমি বেরিয়ে আসতে পেরেছি এই উপন্যাস পড়ে।
স্পর্শ না করেও যে দীর্ঘদিন একই প্রেমে কাটিয়ে দেয়া যায় তা জানতে পেরেছি মাণিক বন্দ্যোপাধ্যায়ের বিস্ময়কর চরিত্র কুসুম আর শশী চরিত্রে। শশী এই উপন্যাসের প্রধান চরিত্র। সদ্য ডাক্তারি পাস করে সে গ্রামে আসে বাবার কাছ থেকে বিদায় নিয়ে ভিন্নতর সংস্কৃতি কিংবা সহজ ভাষায় উন্নত জীবনের সন্ধানে বেরিয়ে যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু শেষমেশ সে আর প্রথাগত জীবনের বাইরে যেতে পারে না।
গ্রামীণ জীবনের প্রতিবেশ-পরিবেশের বৈচিত্র্য আর বাস্তবতার ডালপালা সর্বোপরি কুসুমের প্রতি দুর্নিবার টান এমনভাবে তাকে আঁকড়ে ধরে যা ছিঁড়ে বের হওয়া শশীর সামর্থ্যের বাইরে। তার আর গ্রাম ছেড়ে যাওয়া হয় না শহরের চাকচিক্যময় জীবনের উদ্দেশ্যে। শশীর চরিত্র পড়তে যেয়ে আমি বিস্ময়ে বিমুঢ় হয়ে যাই। তখন মনে হয়েছে আসলেই আক্ষরিক অর্থে কিছু অসামান্য প্রেম সবকিছুর উর্ধে- সবাই এই প্রেম ধারণ করতে পারেনা।
কুসুম এ উপন্যাসের নায়িকা। সে তেইশ বছর বয়সি মেয়ে, উপন্যাসের এক চরিত্র পরাণ-এর স্ত্রী, রহস্যময়ী এবং বিচিত্ররূপিনী নারী। তার খামখেয়ালীপনা, খাপছাড়া প্রকৃতি তাকে রহস্যময়ী করে তুলেছে।
শশীর জন্য তার ‘উম্মাদ ভালোবাসা' এই উপন্যাসের অন্তর্গত সৌন্দর্য। কুসুমের স্ফুট-অস্ফুট প্রেম শেষ পর্যন্ত অন্য রূপ নেয়, অন্য মাত্রা নেয়। 'চপল রহস্যময়ী নারী, জীবনীশক্তিতে ভরপুর, অদম্য অধ্যবসায়ী কুসুম জীবনরহস্যের দূত।
পরকীয়া প্রেম ও যে একটা উচ্চপর্যায়ের শিল্প হতে পারে আমি পুতুল নাচের ইতিকথা পড়েই অনুধাবন করতে পেরেছি। এমন হয়ত জীবনে অনেক কিছুই পড়া হয়নি। যে বেদনা আমাকে কুড়ে কুড়ে খায়। কেন আমি একজীবনে সব পড়ে যেতে পারলাম না! অন্তত সৃষ্টির সেরা বইগুলো!!
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০২৪ সকাল ৯:৪৬