একজন মানুষের মূল্য কত?
মাথাপিছু আয় বাড়ে, দ্রব্যমূল্য বাড়ে, মূদ্রাস্ফীতি বাড়ে। কিন্তু এই দেশে মানুষের দামই শুধু কমে। এখানেও বাজারের সেই নিয়মই খাটে। সরবরাহ বাড়লে দাম কম থাকে। বাংলাদেশে যেহেতু মানুষের সরবরাহ বেশি, তাই মানুষের জীবনের দাম কম। কখনো লঞ্চ ডুবে, কখনো আগুন লেগে মানুষ মারা যায়। গণপিটুনিতে মানুষ মারা যাচ্ছে। সর্বপরি বাংলাদেশের সড়ক পরিবহন যেন মৃত্যুফাঁদ। লক্ষ লক্ষ মানুষের আজীবনের পংগুত্বের মেশিন!
শেষ করছি-
শক্তি চট্টোপাধ্যায়ের একটা কবিতার দুটি লাইন লিখেঃ-
"পথের হদিস পথই জানে, মনের কথা মত্ত
মানুষ বড় শস্তা, কেটে, ছড়িয়ে দিলে পারত!"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

