২০২৪ সালের শেষ পোস্ট....
ব্লগ- ফেসবুকে এটাসেটা কিছু একটা লিখে ফেলা আমার অভ্যাস। এই যখন যা মনে হয়, বা যখন যা ভাবি টাবি- তখন তা লিখে ফেলি। অর্থাৎ 'বারোয়ারী লেকাজোকা'।
বন্ধুদের মধ্যে কেউ কেউ তা পড়েন, কেউ তা ভালোবাসেন, কেউ বাসেন না- সে তো আছেই। আবার কেউ কেউ মন্তব্য করেন। তাতে তাদের সাথে হৃদ্যতা বাড়ে। আবার লিখি, আবারও কেউ কেউ পড়েন, কেউ কেউ ব্লগে শুধু আমাকে নিয়েই গবেষণা করে বিষোদগার করেন। এভাবেই চলতে থাকে। এ চলাচলে দেনা-পাওনা নেই, যা আছে সবই মনের ভাব বিনিময়। ভালো লাগে।
রুটিরুজিতে পেট ভরলেও মন ভরেনা। অতএব দুটোই ভরাতে হবে। উদর আগে আর তার গায়ে গায়েই হৃদয়। হৃদয় ছাড়া আবার কিছু হয় নাকি? ওটা পেতে হয় আবার দিতেও হয়। নিজের উদর ভরলে অন্য কারো উদর ভরেনা। হৃদয়ে দেওয়া-নেওয়া দুটোই হয়। আর তাই হৃদয় একটু হলেও জিতে যায়। কারণ ওখানে আশ্রয় দেওয়া যায়।
হঠাৎ মানসিক টানাপোড়েনের কথা লিখলাম কেন?
গত পনেরো বছর কেটেছে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের রক্তচক্ষুর আতংকে.... এখন আতংক নেই- সেটাও একধরণের আতংক বটে!
আসলে আমার আজ অন্য কিছু লেখার নেই। অসম্ভব ব্যস্ততার মাঝেও একটা অলস অলস ছুটির দিন দুপুরের মতোই মনটা যেন কেমন ক্ষত বিক্ষত। এ বছরটাইতো আসলে তাই। কলম/কীবোর্ড জুড়েও সেই একই বিষন্নতা!
"উচাটন মন ঘরে রয় না
প্রিয়া মোর।।
ডাকে পথে বাঁকা তব নয়না
উচাটন মন ঘরে রয় না।"
শেষ হয়ে যাওয়া বছরের মতো আসছে বছরও আমার আর ভালো থাকা হবেনা জানি, আপনারা ভালো থাকুন। সবার জন্য শুভ কামনা।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:৩৯