
★ ১৯৭১, মুক্তিযুদ্ধের সময় স্কুলের ছাত্র ছিলাম।
..... তারপরও দেশের জন্য আমার যতসামান্য অবদান ইতিহাসের অংশ হয়েছে।
★ ১৯৮২-১৯৯০, স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন সংগ্রামে মাঠে ছিলাম- জেল-জুলুম নির্যাতনের শিকার হয়েছি- দেশের জন্য আমার আরও একটু অবদান।
★ গণতন্ত্রের ছ্দ্মাবরণে স্বৈরাচার শেখ হাসিনা বিরোধী আন্দোলন সংগ্রামে র্যাব-পুলিশের নির্যাতন নিপীড়ন, গুম গ্রেফতার সহ্য করে ১৬ বছর মাঠে ছিলাম।
.....দেশের জন্য আমার আরও একটু ক্ষুদ্র অবদান।
★ ২০২৪, জুলাই বিপ্লবে সক্রিয় ছিলাম- দেশের জন্য আমার আরও একটু ক্ষুদ্র অবদান। সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে নির্মিত ১৫ মিনিটের প্রমান্যচিত্র জুলাই মিউজিয়াম ৫ আগস্ট ২০২৫, উদ্বোধনী দিনে প্রচারিত হবে দেশের ৬৪ জেলায় এবং বিদেশে বাংলাদেশের সকল মিশন /দূতাবাস/ এম্বাসীতে.....যা ইতিহাসের অংশ হিসেবে সংরক্ষিত থাকবে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে।
সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০২৫ দুপুর ১২:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



