“শেখ হাসিনাকে চাই”- এই স্লোগান তোলার ধৃষ্টতা যারা দেখাচ্ছে, তারা আসলে জনগণের রক্তচোষা ফ্যাসিবাদী দোসর। এরা হলো সেই রাজনৈতিক দালাল, ভাড়াটে নষ্টামিবাজ আর চাটুকার, যারা আবারও জাতিকে অন্ধকার কারাগারে ঠেলে দিতে চায়।
আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছি-
★ বাংলাদেশে আর কোনোদিন শেখ হাসিনার ফ্যাসিবাদ ফিরতে দেওয়া হবে না।
★“শেখ হাসিনাকে চাই” মানেই গণহত্যাকে চায়, গুম-খুনকে চায়, দুর্নীতিকে চায়, বিচারহীনতাকে চায়- এই বিশ্বাসঘাতকতায় যারা জড়িত, তারা জনগণের শত্রু।
★ এরা দেশদ্রোহী, গণতন্ত্রের শত্রু, মানুষ ও মানবতার শত্রু।
★ ★সতর্কবার্তাঃ
আপনাদের আপা আর ফিরে আসবে না। দেশকে আবারও ফ্যাসিবাদের দিকে ঠেলে দেওয়ার নোংরা চক্রান্ত করলে জনগণ তাদের দাঁতভাঙা জবাব দেবে। এই মাটিতে আর কোনোদিন স্বৈরাচার, লুটেরা পরিবারতন্ত্র ও দমনপীড়নের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না। যারা এখনো “শেখ হাসিনাকে চাই” বলে চিৎকার করছে, তাদের নাম ইতিহাসে থাকবে শুধু ‘গণশত্রু’ হিসেবে এবং তাদের জন্যই মবতন্ত্র চালু থাকবে।
তাই ফ্যাসিবাদের দোসরদের উদ্দেশ্যে আবারও বলছি- আপা আর ফিরবে না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



