সংস্কার কমিশন, জাতীয় ঐক্য কমিশন- এসব হলো ফ্যাসিবাদের দালালদের বাহানা, এরা সাম্রাজ্যবাদীদের গুপ্তচর!
জনগণের ভোটে ভরসা নেই, অথচ ক্ষমতার চেয়ারে বসতে চায়- এটাই হলো পি আর চক্রান্ত!
ভোটে জেতার মুরোদ নাই, তাই “কমিশন” বানায়, “ঐক্য”র ভাঁওতা দেয়, “সংস্কার”র নাটক করে!
ভাঁওতাবাজি বাদ দিন।
ক্ষমতার রাস্তা একটাই- জনগণের আস্থা, জনগণের ভোট।
কোনো কমিশন, কোনো আঁতাত, কোনো বিদেশি লবি- কখনোই জনগণের বিকল্প হতে পারে না।
জনগণই শেষ বিচারক। যার যোগ্যতা আছে, তারাই ব্যালটের মাধ্যমে আসবে ক্ষমতায়।
অতএব, সাবধান!
দেশপ্রেমিক নাগরিকদের কাছে আবেদন-
স্বাধীনতা সার্বভৌমত্ব এবং নাগরিক অধিকার রক্ষায় আরো একটা আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তুত হন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



