ছড়িয়ে পড়েছে আগুন সন্ত্রাস, আজ হবে নতুন নাটকের রিহার্সেল!
আজ জামাতের মহাসমাবেশে 'আংগুল বাঁকা করে ঘি বের করার দিন'। ১৩ তারিখ পতিত আওয়ামী লীগের ঢাকা অবরোধের দিন। দুটোই একই সূত্রে বাঁধা। যারা ঢাকা অবরোধ করবে তারাই আজ জামায়াতের ছদ্মবেশে ঢাকা আসবে বা এসেছে.....
আজকের জামায়াতের তথাকথিত “মহাসমাবেশ” মূলত এক ধরণের রাজনৈতিক স্টেজিং- যেখানে আগামীর অরাজকতা ছড়িয়ে দেওয়ার মহড়া অনুষ্ঠিত হবে। বিষয়টা কাকতালীয় নয়, বরং কৌশলগতভাবে পরিকল্পিত।
১৩ তারিখের আওয়ামী লীগের ঘোষিত “ঢাকা অবরোধ” আসলে এই আগুন সন্ত্রাসের পরবর্তী অধ্যায়। যারা আজ জামায়াতের ছদ্মবেশে ঢাকায় প্রবেশ করছে, তারাই ১৩ তারিখ “লীগের ব্যানারে” আগুন আর বিশৃঙ্খলা ছড়িয়ে দেবে- তারপর পুরনো কায়দায় দোষ চাপানো হবে বিএনপির ঘাড়ে।
এটা সেই পুরনো রাজনৈতিক স্ক্রিপ্ট, যেখানে ক্ষমতাসীনরা নিজের তৈরি আগুনে পুড়িয়ে আবার “বিরোধী দলের নাশকতা” বলে প্রচারণা চালাবে। এর মাধ্যমে তারা দুইটা লক্ষ্য পূরণ করতে চায়-
(১️) বিএনপিকে সহিংসতার দায়ে আন্তর্জাতিকভাবে কোণঠাসা করা,
(২️) এবং দেশের অভ্যন্তরে ভয় ও বিশৃঙ্খলার পরিবেশ তৈরি করে রাজনৈতিক নিয়ন্ত্রণ ধরে রাখা।
কিন্তু এখন মানুষ আগের মতো অন্ধ নয়। দেশবাসী জানে- যে নাটকের পরিণতি আগে থেকেই লেখা, সেখানে “অভিনেতারা” শুধু মুখোশ বদলায়, চরিত্র নয়।
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০২৫ সকাল ৭:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




