একদিন ছেলেটা খুব কষ্ট পেয়েছিলো...
তখন আবেগগুলো খুব কাঁচা ছিলো
আবেগের সারে তরতর করে বেড়ে
উঠতো বিশ্বাসের গাছ!
গাছটা ছেলেটাকে রাতভর স্বপ্ন দেখাতো
কচি পাতার স্বপ্ন... ফুলের স্বপ... পাখির স্বপ্ন...
একদিন গাছটায় বসন্ত এলো
কচিপাতায় চকচকিয়ে উঠলো প্রতিটি প্রশাখা
তারপর ফুল এলো...
নাহ! ফুল আসেনি!
মুখে বিষ মেখে এসেছিলো এক ঝাঁক কীট-পতঙ্গ
সে কী তান্ডব ওদের!
চকচকে শাখা নিমিষেই পত্রহীন হলো
কান্ডের গভীরে সৃষ্টি হলো ভয়ানক ক্ষত!
একদিন ছেলেটা খুব কষ্ট পেয়েছিলো...
যেদিন উথাল পাথাল কাল বোশেখী
সমূলে উপড়ে ফেলেছিলো বিশ্বাসের অসুস্থ্য গাছটাকে...!
২৮.০৩.২০১৬
ছবি- ইন্টারনেট
সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০১৬ রাত ১২:৩৬