somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রিয় সহব্লগারদের স্মরণে ১

১৫ ই আগস্ট, ২০২২ সকাল ৭:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




সামুতে (নিয়মিত ও অনিয়মিত) আসা-যাওয়ার মধ্যে ৭ বছর কেটে গেছে। এই আসা যাওয়ার সাথে সাথে নিজের অজান্তে অনেকগুলা ব্লগ নিক মনের মধ্যে গেঁথে গেছে। যেমনঃ
'ধুলোবালিছাই, ইফতেখার ভূইয়া, খায়রুল আহসান, ঠাকুর মাহমুদ, বিদ্রোহী ভৃগু, শায়মা, সোহানী, জুন, চাঁদগাজী, স্বপ্নের শঙ্খচিল, স্বপ্নবাজ সৌরভ, মেঘনা পাড়ের ছেলে, সোনালী ডানার চিল, শিখা রহমান, রাজীব নুর, জুল ভার্ন, টাবিয়ান, মরুভূমির জলদস্যু, ভুয়া মফিজ, ওমেরা, আরোগ্য, চাঙ্কু, উদাসী স্বপ্ন, হাসান কালবৈশাখী, এম আলী, মুক্তা নীল, সেলিম আনোয়ার, মনিরা সুলতানা, স্রাঞ্জি সে, মশিউর রহমান, পাঠকের প্রতিক্রিয়া বা নিজাম গাজী মন্ডল, কথার ফুলঝুরি, নীল আকাশ, নক্সেস, তানভীর অপু, তারেক ফাহিম, বিজন রয়, ভ্রমরের ডানা, জাহিদ অনিক, নয়ন, ইসিহাক, ঋতো আহমেদ, কিরমানী লিটন, আহমেদ জী এস, মোঃ ফখরুল ইসলাম ফখরুল, জটিল ভাই, টারজান, কা_ভা, লায়নহার্ট, নতুন, নতুন নাকিব, রহমান লতিফ ( ল) পাঠক০০৭, নূর মোহাম্মদ নূরু, মোহাম্মদ সাজ্জাদ হোসেন, অর্ক, পুলক ঢালী, কলাবাগান, প্রামানিক, মোঃ মাইদুল সরকার, সাদা মনের মানুষ, গিয়াস উদ্দিন লিটন, কিশোর মইনু, আখেনাটেন, হাবিব স্যার, নুরুন নাহার লিলিয়ান, সুলতানা সিজি, কথার ফুলঝুরি, হৃদি, পদাতিক চৌঃ, কাওছার চৌ, বাকপ্রবাস, সাইনবোর্ড, ফাহমিদা বারী, রাবেয়া, ফাতেমা ছবি, নুরহোসেন, নেওয়াজ আলী, সনেট কবি, আবু হেনা..., ফেনা, বিল্পব০০৭, শ্রাবণ আহমদ, বিচার মানি তালগাছ আমার, কি করি আজ ভেবে না পাই.... সহ আরো অনেক নিক... (এই মুহুর্তে মনে পড়ছেনা।)
উপরে ম্যানশন করা অনেক ব্লগ নিক ইদানীং চোখে পড়ছে না। আশাকরি অনুপস্থিত সব ব্লগ নিকের পেছনের মানুষগুলো ভালো আছে। এবং পুনরায় তাদের নাম সামুর বামপাশে দেখা যাবে। এনিওয়ে, নিচে অনুপস্থিত সেইসব ব্লগারদের কয়েকজনক সম্পর্কে কিছু কথা....

বিজন রয়ঃ

বিজন রয় প্রায় ৭ বছর ৯ মাস পূর্বে সামুতে যোগ দিয়েছেন। এখন পর্যন্ত তিনি ৮৬ টি পোস্ট ও ২২৭১১টি মন্তব্য করেছেন। এবং মন্তব্য পেয়েছেন ৬৬৫৮টি। পরিসংখ্যান দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তিনি কতটা ডেডিকেটেড ব্লগার।
গুনী এই ব্লগার তার ব্লগবাড়িতে মূলত কবিতা লিখতেন। পাশাপাশি সামুতে প্রকাশিত হওয়া অসংখ্য পোস্টের মধ্য থেকে ভালো ভালো পোস্ট বাছাই করে সংকলন আকারে পোস্ট করতেন। ব্লগার বিজন রয়ের বাছাই করা লেখার সংকলন ব্লগারদের ভালো ভালো লেখা লেখবার প্রেরণা যোগাতে এবং ব্লগের লেখক ও পাঠকগণ সহজে ভালো ভালো লেখা পড়বার সুযোগ পেতেন।

ব্লগার 'বিজন রয় ২ মাস পূর্বে শেষবার সামুতে পোস্ট করেছেন... বেশ কিছুদিন যাবৎ তিনি অনিয়মিত। মাঝেমধ্যে ব্লগে আসলেও বেশিসময় থাকতে পারছেন না। ফলে ব্লগারদের পোস্ট সিলেক্ট করে সংকলন আকারে প্রকাশ করতে পারছেন না। ব্লগে এসে বিজন রয় ও বিজন রয়ের কবিতা, ব্লগ সংকলন খুব মিস করছি। সম্ভবত বিজন'দা ব্যস্ত আছেন। এবং ভালো আছেন। আশাকরি আবারো নিয়মিত লিংখবেন; সেরা সেরা লেখা বাছাই করে ব্লগ সংকলন প্রকাশ করবেন। শুভকামনা রইলো ব্লগার বিজন রয়ের জন্য।
প্রিয় ব্লগার, কবি বিজন রয়ের লেখা ' মৃতদের স্মরণ সভায় জয়দৃশ্যের পান্ডুলিপি' কবিতার অংশবিশেষ নিচে ক্যোট করলাম-


শুধু শর্তহীন জিতে যাওয়ায় কোন মাধূর্য নেই
মৃতদের নোটবুকে চোখ মেলে দেখ
ভালবাসায় কষ্টের শর্ত ছাড়া কেহই পরিত্রাণ পায়নি…… কেহই জেতেনি কখনো….
প্রতিটি জয়দৃশ্যের অন্তরালে লেখা আছে সহস্র কষ্টের অশ্রুলিপি।




শিখা রহমানঃ

শিখা রহমান ৬ বছর ৭ মাস পূর্বে সামুতে জয়েন করেছেন। তিনি ৯৬ টি পোস্ট করেছেন। এবং ৩৪৮৪ টি মন্তব্য করেছেন।
শিখা রহমান নিজের পরিচয় দিতে গিয়ে লিখেছেনঃ
"কবিতা প্রেমী; একটু এলোমেলো; উড়নচণ্ডী; আর বই ভালবাসি। শব্দ নিয়ে খেলা আমার বড্ড প্রিয়। গল্প-কবিতা-মুক্ত গদ্য সব লিখতেই ভালো লাগে। "কেননা লেখার চেয়ে ভালো ফক্কিকারি কিছু জানা নেই আর।"
হ্যাঁ, তিনি কবি। ব্লগে কবিতা লিখতেন। পাশাপাশি গল্পও লিখতেন। সহব্লগারদের লেখা পড়তেন। গুনী এই সাহিত্যমনা ব্লগার মাঝেমধ্যে আমার ব্লগবাড়িতেও উঁকি দিতেন। লেখা পড়ে নিজের মতামত জানাতেন।

শিখা রহমান শেষ পোস্ট করেছেন গতবছরের অক্টোবরে। অর্থাৎ ১ বছরের বেশি সময় ধরে তিনি ব্লগে অনুপস্থিত। আশাকরি তিনি ভালো আছেন। এবং আবারো ব্লগে ফিরে আসবেন। তার 'ততোখানি ভালোবাসি' কবিতা থেকে কয়েকলাইন নিচে ক্যোট করলাম -

"তোমাকে ভালোবাসি সামান্যই,
খুব বেশি না!!এই ধরো...
যতোখানি ভালোবাসলে
রাত্রি হেঁটে চলে ভোরের দিকে,
সমুদ্র শিখে নেয় জোয়ার ভাটার ব্যাকরণ,
নদী জেনে যায় তার গন্তব্য,
বসন্ত খুঁজে নেয় তার বুকে লুকিয়ে থাকা বর্ষা...
ঠিক ততোখানিই ভালোবাসি তোমাকে।"


বাকপ্রবাসঃ

বাকপ্রবাস ৯ বছর ১০ মাস পূর্বে সামুতে জয়েন করেছেন। তিনি তার ব্লগবাড়িতে ১০৩৭টি পোস্ট প্রকাশ করেছেন এবং ৫৮৪৪টি মন্তব্য করেছেন। তিনি নিজের ভাবনা কাব্য কবিতায় চমৎকারভাবে প্রকাশ করতেন। মাঝেমধ্যে চমৎকার চমৎকার গল্পও লিখতেন।
ব্লগার বাকপ্রবাস তার ব্লগবাড়িতে ভাইরাস ব্যাকটেরিয়া, মশা-মাছি, বাঘসিংহ, আকাশ বাতাস, ন্যাতাখাতা, দেশবিদেশ তথা বিভিন্ন টপিকে অসংখ্য কবিতা লিখেছেন। কবির 'ত্রিফলা' শিরোনামের একটি গুচ্ছ কবিতা থেকে নিচের লিমেরিক'টি পিক করলাম -

"বসতে বসতে গদি দখল ছাড়ছেনা আর মুটকিটা
খুঁটি নাড়ার শতো চেষ্টায় হাপাচ্ছে যেন শুটকিটা
উপায় আছে কী
সেটাইতো ভাবছি
পিঁপড়া হেসে কামড়ে বলে লাল করে দাও পুটকিটা।"


"বাকপ্রবাস" নিকের আড়ালের এই প্রিয় মানুষ, প্রিয় ব্লগার তার ব্লগবাড়িতে শেষবার পোস্ট করেছেন ৫ মাস পূর্বে। আশাকরি তিনি ভালো আছেন। এবং শিগগির ব্লগে ফিরে আসবেন।


সাইনবোর্ডঃ

ব্লগার সাইনবোর্ড সামুতে জয়েন করেছিলেন ৪ বছর ৮ মাস পূর্বে। তিনি ৫১৮ টি পোস্ট করেছেন। পাশাপাশি ৫১৫৩ টি মন্তব্য করেছেন। তিনি নিজের ব্লগবাড়ির চৌকাঠে লিখেছেন-

"সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়..."

সাইনবোর্ড সামুতে সমসাময়িক বিষয় নিয়ে কবিতা গল্প ও মতামত লিখেছেন। সামুতে জয়েন করার পূর্বে তিনি 'বাংলা-কবিতা' নামক একটা ওয়েবসাইটে নিয়মিত কবিতা লিখতেন। সামু ও বাংলা কবিতা ওয়েব পোর্টালের কল্যাণে ব্লগের এই কবির প্রচুর কবিতা আমি পড়েছি। তিনিও নিয়মিত আমার কাব্য কবিতা পড়তেন। মতামত জানাতেন। আশাকরি তিনি ভালো আছেন এবং ব্লগে আবার নিয়মিত হবেন।
ব্লগার, কবি সাইনবোর্ড-এর একটি গুচ্ছ কবিতাঃ


১)
হাত বাড়িও না, ধরতে পারব না
অপেক্ষা করো
নয়তো নক্ষত্র হয়ে যাব ।

২)
কাল সকালে বৃষ্টি হবে
তুমি গরমের নদীতে হাবুডুবু খাও
তবে সর্দিজ্বর বাঁধিও না ।

৩)
তোমাকে কি বেরুতেই হবে
ইটের বাগান পেরিয়ে
এই গনগনে রোদে ?
তারচেয়ে বরং আসোলেশন দীর্ঘ করো
মৃত চোখগুলো জেগে উঠুক কার্তিকের মাঠে ।




কিরমানী লিটনঃ

কিরমানী লিটন ৭ বছর ১ সপ্তাহ পূর্বে সামুতে জয়েন করেছেন। তিনি ১৮৮ টি পোস্ট করেছেন। এবং ৪৪৩৪ টি মন্তব্য করেছেন। লিটন তার ব্লগবাড়িতে কবিতা, রম্যগল্প ও বিবিধ বিষয় নিয়ে লিখতেন। তিনি শেষ পোস্ট করেছেন ২৬ জুন, ২০২০ সালে; অর্থাৎ প্রায় দু'বছর আগে। আশাকরি লিটন ভাই ভালো আছেন। এবং ব্লগে ফিরে আসবেন।

ব্লগের কবি, প্রিয় কিরমানী লিটন ২০১৯'এর ব্লগ ডে উপলক্ষে ব্লগারদের নিয়ে একটি 'ব্লগ ডে'র ছড়া' শিরোনামে চমৎকার একটি কবিতা লিখেছিলেন। নিচে পুরো কবিতাটি দেওয়া হলো-

ভীড়ের মাঝে দাঁড়িয়ে রবে
সঙ্গে চিনি গুড়,
সবার প্রিয় ব্লগার তিনি
সুহৃদ রাজীব নুর।

হাবিব স্যারও থাকবে হাজির
সঙ্গে সাইন বোর্ড,
স্বপ্নবাজের সঙ্গী হবে
পরিবাগের রোড।

হালিম স্বাদের কাব্য নিয়ে
আসবে কবি সেলিম
হৃদয় বীণার বাদ্যে নিবো
ভালোবাসার তালিম।

চাঁদ গাজীর জাত চিনবো
সোহানী আপুর ছায়া,
নুরু ভাইয়ের সরু মনে
এডওয়ার্ডের মায়া।

নীল আকাশের নিবাস ছুঁবো
নীল সাধুর নাগাল
সাদা মনের মানুষ হয়ে
ঘুচবে সুখের আকাল।


ইসিয়াকের পিছেই রবে
হাসু মামার সীট
ভৃগু দা'কে দেখিয়ে দিয়ে
আদায় করবো- ট্রীট।

ছবি আপুর কবি মনে
যেই হারাবে দিক
এগিয়ে গেলেই দেখতে পাবো
প্রিয় পদাতিক।

তাজুল ভাইয়ের কাজল হবো
সুরমা আঁকা চোখে
খই ফুটবে বাক প্রবাসে
নজসু ভাইয়ের মুফে।

কাভা ভাইয়ের হাবা নজর
দেখেই দিবো দৌড়,
খিলখিলিয়ে হাসবে তখন
নুরহোসেন নুর।

জানা আপু খানা হাতে
এগিয়ে আসে যেই
তাকিয়ে দেখি জুল ভার্ন
হারিয়ে ফেলি- খেই।

স্বপ্নের শঙ্খচিলে
ধুলোবালিছাই
বলবে হেসে বিচার মানি
তালগাছটা চাই।

নেক্সাস ভাই তারেক ফাহিম
সাথী বিজন রয়
জগতারন করুণাধারা
কালবৈশাখী ভয়।

সোনালী ডানার ভোরের ডানায়
মনিরা আপুর চোখ
জুনাইদ ভাই- ম.হাসানে
জী এস ভাইয়ের মুখ।

লালু ভাইয়ের কালো চশমায়
গিয়াস লিটন হাসে
মাইনুল মাইদুল ভাই
আশিক ভাইও পাশে।

তারায় তারায় কাটবে বেলা
জমবে মজার রাত,
কাটবে খুশীর মিলন মেলা
ব্লগের ধারপাত।

শায়মা আপু শিখা আপু
রুমী আপুর সাথে
গড়িয়ে বিকেল সন্ধ্যা হবে
বিদায় নেবো রাতে।




নুরহোসেন নুরঃ

নুরহোসেন নুর ২ বছর ৯ মাস পূর্বে সামুতে জয়েন করেছেন। তিনি এখন পর্যন্ত  সামুতে ৫৪টি লেখা পোস্ট করেছেন। ৬৩১টি মন্তব্য করেছেন। এবং মন্তব্য পেয়েছেন ১৪৬টি। নুর হোসেন তার ব্লগবাড়িতে নিজের পরিচয় সম্পর্কে লিখেছেনঃ
"বুকের ভিতর লুকিয়ে আছে সমাজের ময়নাতদন্তের প্রতিবেদন, লুট হোক যত সভ্যতার জঞ্জাল....."

পরিচয় বক্সের লিখা পড়লে সহজেই ধারণা করা যায় তিনি সাহিত্যমনা মানুষ। নুরহোসেন মেক্সিমাম সময়ই গল্প কবিতা পোস্ট করতেন, তার কবিতায় 'প্রেম ভালোবাসা বিরহ তথা জীবনের টানাপোড়েনের' গল্প আছে। গল্প কবিতা ছাড়াও তিনি মাঝেমধ্যে দেশের সমসাময়িক বিষয়াদি নিয়ে নিজের ভাবনা ব্লগে শেয়ার করতেন। নিজের ক্যাপচার করা ছবিও পোস্ট করতেন।

ব্লগার নুরহোসেন শেষ পোস্ট করেছেন গতবছর অর্থাৎ ২৩শে জুন ২০২১ সাল, সকালে। আশাকরি তিনি সুস্থ আছেন। এবং আবারো ব্লগে নিয়মিত হবেন। নিচে নুরহোসেন এর 'অজন্মের পাপ' কবিতার কয়েকটি লাইন ক্যোট করলাম-

"আমি নীল জলে ডুবে হয়ে যাবো ডলফিন
কিংবা হবো উদাসী আকাশের গাঙচিল,
আজন্মের পাপ নিয়ে দাড়িয়ে থাকবো তালগাছ হয়ে;
বজ্রপাতে চমকিত ঝড় মাথায় নিয়ে তোমার অপেক্ষায়,
পথ চেয়ে।"


সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০২২ রাত ২:০৩
১৮টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সবুজের মাঝে বড় হলেন, বাচ্চার জন্যে সবুজ রাখবেন না?

লিখেছেন অপলক , ২৬ শে এপ্রিল, ২০২৪ সকাল ৯:১৮

যাদের বয়স ৩০এর বেশি, তারা যতনা সবুজ গাছপালা দেখেছে শৈশবে, তার ৫ বছরের কম বয়সী শিশুও ১০% সবুজ দেখেনা। এটা বাংলাদেশের বর্তমান অবস্থা।



নব্বয়ের দশকে দেশের বনভূমি ছিল ১৬... ...বাকিটুকু পড়ুন

আইডেন্টিটি ক্রাইসিসে লীগ আইডেন্টিটি ক্রাইসিসে জামাত

লিখেছেন আরেফিন৩৩৬, ২৬ শে এপ্রিল, ২০২৪ সকাল ৯:৪৬


বাংলাদেশে রাজনৈতিক ছদ্মবেশের প্রথম কারিগর জামাত-শিবির। নিরাপত্তার অজুহাতে উনারা এটি করে থাকেন। আইনী কোন বাঁধা নেই এতে,তবে নৈতিক ব্যাপারটা তো অবশ্যই থাকে, রাজনৈতিক সংহিতার কারণেই এটি বেশি হয়ে থাকে। বাংলাদেশে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালির আরব হওয়ার প্রাণান্ত চেষ্টা!

লিখেছেন কাল্পনিক সত্ত্বা, ২৬ শে এপ্রিল, ২০২৪ সকাল ১১:১০



কিছুদিন আগে এক হুজুরকে বলতে শুনলাম ২০৪০ সালের মধ্যে বাংলাদেশকে নাকি তারা আমূল বদলে ফেলবেন। প্রধানমন্ত্রী হতে হলে সূরা ফাতেহার তরজমা করতে জানতে হবে,থানার ওসি হতে হলে জানতে হবে... ...বাকিটুকু পড়ুন

সেকালের পাঠকপ্রিয় রম্য গল্প "অদ্ভূত চা খোর" প্রসঙ্গে

লিখেছেন নতুন নকিব, ২৬ শে এপ্রিল, ২০২৪ সকাল ১১:৪৩

সেকালের পাঠকপ্রিয় রম্য গল্প "অদ্ভূত চা খোর" প্রসঙ্গে

চা বাগানের ছবি কৃতজ্ঞতা: http://www.peakpx.com এর প্রতি।

আমাদের সময় একাডেমিক পড়াশোনার একটা আলাদা বৈশিষ্ট্য ছিল। চয়নিকা বইয়ের গল্পগুলো বেশ আনন্দদায়ক ছিল। যেমন, চাষীর... ...বাকিটুকু পড়ুন

অবিশ্বাসের কি প্রমাণ আছে?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১২:৩১



এক অবিশ্বাসী বলল, বিশ্বাসের প্রমাণ নাই, বিজ্ঞানের প্রমাণ আছে।কিন্তু অবিশ্বাসের প্রমাণ আছে কি? যদি অবিশ্বাসের প্রমাণ না থাকে তাহলে বিজ্ঞানের প্রমাণ থেকে অবিশ্বাসীর লাভ কি? এক স্যার... ...বাকিটুকু পড়ুন

×