একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সুশিল সমাজ ও কলামিস্টদের ভূমিকা অনেক।তারা হবে নিরপেক্ষ।তাদের কাজ হবে সরকারের খারাপ কাজ গুলো কে সবার সামনে তুলে ধরা,সরকারের ভূল গুলো ধরিয়ে দেয়া,ভাল কাজের প্রশংশা করা,উন্নয়ন মুলক কাজে সবার অংশগ্রহন নিশ্চিত করা অথচ আমাদের দেশের তথাকথিত সুশিল সমাজ ও কলামিস্টরা আজ দুই ভাগে বিভক্ত।একদল সরকারের খারাপ কাজ গুলো কে সবার সামনে তুলে ধরে,আর অন্যজন সেই খারাপ কাজ গুলোকে আবার ভাল বলে সবার সামনে উপস্থাপন করে।
এখন বলুন জাতি যাবে কই? তারা কোন কথাটি বিশ্বাস করবে?
আমি একজন পাঠক।বিশ্ববিদ্যালয়ের হলে থাকার জন্য প্রায় সকল জাতীয় দৈনিক গুলোতে আমার নজর পরে।এক এক পেপার এক এক টা নিউজ এক এক ভাবে প্রেজেন্ট করে।।আমার পক্ষে মাঝে মাঝে বুঝা খুব কঠিন হয় পরে আমি কোনটা বিশ্বাস করব!!!!!!!!!
আমি নিয়মিত না হলেও মাঝে মাঝে ব্লগ পড়ি।যার কারনে কিছু টা হলেও বুঝতে পারি ঘটনা কোন টা সঠিক।
কিন্তু এক জন সাধারাণ মানুষ সে কিভাবে বুঝবে কোন কাজ টা ঠিক?মানুষ কে সচেতন করার এই মহান কাজ টা কি সুশিল সমাজ ও কলামিস্টদের দায়িত্বের মধ্যে পরে না??তারা কবে তাদের দায়িত্ব সমর্পকে সচেতন হবে...একজন ভাল কলামিস্টের লিখা অনেকের চোখ খুলে দিতে সক্ষম...তাই আমি সকল সুশিল সমাজ ও কলামিস্টদের অনুরোধ করব,আপনারা জাতির সার্থে নিজেদের লোভ লালসা বিসর্জন দেন।।জাতি আপনাকে,আপনার কাজ কে অনেক দিন মনে রাখবে সম্মানের সাথে, তা যদি নাই পারেন কলমের মত মহান অস্ত্রটিকে নিজের হাত থেকে ফেলে দিন...।তানাহলে এই কলমের খোচাঁতেই আপনার জীবন যেতে পারে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




