সারাদিন তোমায় ভেবেছি
কেটেছে অনন্ত প্রহর
ঘুরে ফিরে ঘড়িটা যেমন ঘুরেছে একই পথে
আমিও তেমনি ভেবেছি, খুজেছি।
ভালবাসার ফুটন্ত কেটলীতে
উত্তপ্ত ভালবাসা, হয়নি এখনো তেতোঁ
যখন অস্থির কামনাগুলো বাষ্প হয়েছে।
আজ সারাদিন তোমার ভেবেছি
ভাবছি অনন্ত তোমার সত্ত্বা
Electricity থাকলে যতক্ষন ঘুড়ে পাখাটা
চেতন মনে , অবচেতন ক্ষনে
তেমনি ভেবেছি তোমায়...একই সুরে।
আজ সারাদিন তোমায় ভেবেছি
শুনেছি অনেক গান, কথা
ভাললাগেনি কিছুই তাই
জীবনান্দ নিয়েছি হাতে, পাতা উল্টিয়ে
দেখেছি, পারিনি কিছুই পড়তে বা বুঝতে
বুঝেছি তোমার ভাবনা ছাড়া
কিছুই নেই আমার
আমি রিক্ত মহাজন
আমার জগতে আমি ভাবি তোমায়।
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০০৯ রাত ৯:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




