জল রঙে একেঁছি
আমার যত স্বপ্ন
সঁপেছি তোমার কাছে
দিয়োনা কভু জলের ছোয়াঁ
যে চোখ দিয়ে দেখেছো আমায়
আমি চাই না সে চোখের সিক্ততা...
23.06.08 2:15am
চাদঁতো হারিয়ে আবার উকি দেয় রোজ রাতে
শুধু অমাবস্যা- মাঝে মাঝে বাধ সাজে
তুমি কি আমার রূপালি চাদঁ?
তুমি কি পারোনা
হতে-এক পূ্র্নিমা রাত...
19.07.0 11:15pm
সমুদ্রে যাবো ভেবে ভাসিয়েছি তরি
আজ মাঝ পথে থেমে এসে
এসো তাড়াতাড়ি
নামবো জলে
কুড়াবো নূড়ি
এসো তাড়াতাড়ি
অমাবস্যা রাতে
পূ্র্নিমা হবে ঘুড়ি
এসো তাড়াতাড়ি
Date:28.06.08 12:31am
ভালবাসতে? সেটা অনেকেই পারে, কিন্তু
আমি চাই তোমার অনন্য সেই প্রেম
যাকে পেয়েছিলাম সেই প্রথমবেলায়
যার টানে আমি ছুটে যাই পাগল হয়ে
যার গন্ধ জমা থাকে রন্ধ্রে
চাই তোমার একটু মনোযোগ
যার স্বপ্ন দেখি প্রতিক্ষনে...
Date:04.07.08 12:14am
শুধু জানলে তো হবে না, মানতে হবে
সে পথ ধরে হাটতে হবে
মনের কথা বুঝতে হলে
মনের বনে হারাতে হবে
Date:11.07.08 1:2pm
যাচ্ছি চলে ফিরবো বলে
দেখা হবে আবার
কোন একদিন ফিরবে সুদিন
সেইসব দিন শুধুই তোমার

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




