১৪/১১/২০০৭
রাতঃ ১১টা ৪৬
তুমিতো জানো।
অনেকদিন পাইনি এমন কষ্ট
বহুদিন আগে দেখা মিলেছিলো,
আমার সাবেক প্রেমিকার কাছে।
তুমিতো জানো।
হ্যাঁ, আমার বর্তমান ভালবাসা
আমি ভাবনা ভুলে গেছি
তাই কষ্টের তীব্রতা সীমিত
কিন্তু ব্যাপকতা অসীম।
তুমিতো জানো।
তোমায় অনেক ভালবাসি,
যে ভালবাসায় সব ভুলেছি আমি
শুধু পারছিনা দমাতে
এই দম ফাটানো কষ্টটাকে।
হে আমার নারী,
চিড়ে ফেল এই বুক
নিংড়ে বের করে দাও
ঐ জমাট কষ্টের দলা।
তুমিতো জানো
তোমায় বড় প্রয়োজন
তোমাতে আবিষ্ট সূক্ষ প্রেমের জন্যে।
যে কষ্ট তোমায় ঘৃ্না করে
তাকে মুছে দাও।
মুছতে মুছতে বুকের চামড়া উঠিয়ে ফেল,
তাতেও যদি কষ্ট থাকে অমলিন
তবে আমায় নয়...
কষ্টকে করো আপন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




