খুনী ক্রীতদাস
তুমি ছিলে মিশরের রানী,
আমি তোমার ক্রীতদাস।
হাজার বছর ধরে গাইছি গান,
তোমার সুরে;
সবকিছু ছাড়িয়ে দৃ্ষ্টি পরে,
তোমার অধরে।
তুমি ভালবেসেছিলে একান্ত আপনে
তোমাকে খুন করেছিলাম,গোপনে
তোমার রূপ আমাকে টানে
বলে,"খুনী ক্রীতদাস,
ছুরিটায় আবার সান দাও,আমাকে আবার খুন করো।"
উপেক্ষিত পূর্নিমা
কোন একদিন তুমি আর আমি
পূর্নিমা সাজাবো বলে, জেগে রইবো...
প্রিয় মানুষটি কাছে পেয়ে হয়তো ভুলে যাবো,
উপেক্ষিত হবে মহাপূর্নিমা।
ক্লান্ত দেহে আফসোস দীর্ঘায়িত হবে
-এবারো হলোনা পূর্নিমাবরণ।
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০০৯ সকাল ১১:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




