ভালবাসা আগের মত নেই
ভাললাগাটাও পালটায় ক্যালেন্ডার এর তারিখের মতই
মনের মাঝে আফসোস এর পাওনাটাই বেশি
তবুও কি ভালবাসি!!?
একটা সময় জুড়ে ছিল ভাললাগার গল্প
স্বপ্নজুড়ে ছিল আকুলতার কাব্য
সস্তা কথায় তখন ফুটতো হাসি...
আর আজ...
তবুও কি বলবো...ভালবাসি!!?
কোথায় আজ তোমার নীলাচল
কোথায় মেঘের ভেতর মেঘ
কমলা গোধূলীর প্রণয়বেলায় ঝলকানো নিশি
কোথায় আজ...?
তবুও কি বলবো...ভালবাসি!!
০৫।১০।০৯ রাত ১১ঃ৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




