somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক পোস্টে রাতবিষয়ক ১০!

২৬ শে নভেম্বর, ২০১০ রাত ৮:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাত-১
আর একটা রাত আমাকে নির্ঘুম করে আটকে রেখেছে। আমি লটকে আছি তার মোহময়তার কাছে। আমার সাধ্য থাকে কী আর তাকে অস্বীকার করে ঢলে পড়তে ঘুমে; জন্মের ঘুমে! আজ বিকেলে আমি একটা ঘুমকে চুরি করে নিয়ে আসতে চাইছিলাম ঘুমের বাড়ি থেকে। অথচ ধরা পড়ে যাবার ভয়ে শেষমেশ চুরি করা হয়নি কিছুই।

তোমাদের কাছে কোন একরাতে আমি একটা ঘুম ধার চেয়েছিলাম শুধুমাত্র একটা রাতের জন্যে। অথচ কী নির্লিপ্ততার চাদরে ঢেকে রেখেছিলে নিজের মুখ। তাই আমি আলগোছে নিজেকে ফিরিয়েছিলাম রিক্ত নয়নে একবার তাকিয়েছিলাম তোমাদের পানে। যতদূর চোখ যায় ততদূর থেকে তাকিয়েছিলাম যদি ভুল করে হলেও ঈশারায় ঢাকে কোন হাত!

কাল আমার বাড়িতে অনেকগুলো ঘুম বেড়াতে আসবে। আমি আনমনে আমার খলুই ভরে রাখবো ঘুম দিয়ে; গভীর ঘুম দিয়ে।

খোদার কসম আমি তোমাদের কানাকড়িও ধার দেবো না!
-------------------------------------
রাত-২
গভীর রাতের কাছে আমার ব্যক্তিগত কিছু চাওয়ার আছে!

প্রতিদিন নিয়ম করে রাত নামে পৃথিবীতে। সেই কবে থেকে যে রাত শুরু করেছিল তার পথচলা আজ অবধি থেমে গেছে বলে শুনিনি কখনো। আমার জন্মের পূর্বেকার থেকে রাতের গল্প শুনে এসেছিলাম আর জীবন চলার পথে কত রাত যে পার করে দিয়েছি তার হিসেব রাখার প্রয়োজন মনে করিনি কখনো। আর সম্ভব হবে বলেও বিশ্বাস করা কঠিন আর অসম্ভবই কোনো এক!

প্রতিবার যখন রাত তার স্বরূপ নিয়ে হাজির হয় আমার কাছে। আমি রোজ রোজ তাকে স্বাগত জানাই নিজস্ব ঢঙে।আমি রীতিমতো অবাক হই কেন আমি থেকে যাই রোজ রোজ স্বাগত জানাবার দলে অথচ বিশ্বেস করো রাতের সাথে একান্তে কোন কথা বলা হয়ে ওঠেনি অদ্যাবধি। যদিও রাতের গল্প আমার কাছে অসাধারণ কোনো এক!

রাতের আকাশ দেখলে মাঝে মাঝে নিজেকে ভাবতে বসি। কী অদ্ভুত মোহময়তার চাদর দিয়ে ঠাসা। ঠিক ঠিক আমার আর আমাদের মনের মতো! আমাদের মনের প্রতিবিম্ব হয়ে ঠায় দাঁড়িয়ে থাকে রাতের আকাশ।

রাত আমাদের ডাকে ফি বার। আমরা কখনো কখনো তার ডাকে সাড়া দিই নিজকে আবিস্কারের কালে আবারো হারিয়ে যাই রাতের গহীনে। যারা পথ চেনে তাদের কথা আলাদা!

আমি কবে আলাদাজনদের দলে নাম লিখাবো?
-----------------------------------------
রাত-৩
রাতের কাছে আছে আমার পূর্বজন্মের দায়!

একদিন দিনের কাছে একটা দিন ধার চেয়েছিলাম নিজের কাছে রাখবো বলে। কিন্তু দিন, দিনমান দিনের পিছে ঘুরে বলে আমাকে দিতে পারেনি কিছু। তাই বৃথা মনোরথে পথের ধারে বসার ক্ষণে অভিসম্পাত ছুঁড়ি বাতাসে যেন তার গায়ে গিয়ে বিঁধে! বোকারূপি হাসি ফোটে ঠোঁটের কোণে। সব পাবার খানিক তৃপ্তিতে হাঁটা ধরি পথ; বাড়ির পথ!

একদিন একটা দিন আমাকে দিনের সময়টুকু একান্ত করে দেবে বলে বের করে নিয়ে এসেছিলো তার ঘর থেকে। কিন্তু দিনমান অপেক্ষারূপী ক্লান্তি নিয়ে ফিরেছিলাম ঘরে। দিনের কাছে কিছু পাইনি বলে তাকে আনমনে নাম দিয়েছিলাম ব্যস্ততম দিন। তাই অদ্য তার কাছে কিছু চাওয়ার খতিয়ানটা তুলে রেখেছি সিন্দুকে জন্মের মতো করে। যার মুখে ঝুলে পড়ছে এক বিশালাকার তালা; খুলবার নয় মোটেও!

তাই দিনের কাছে চাওয়ার কালে একটা দিন চুপিসারে বলেছিলো কোন এক রাতের কথা। যার বুকে জ্বলজ্বল আঁকা দিনের ধ্বংসাবশেষ। চাঁদ বলে নাম দেয় যাকে আর সবে। আমিও তাকে চিনেছি অদ্য।

আমার দিনগুলো দিন থেকে রাতে যায়। আমিও যাই তার পিছু পিছু। বিশ্বেস করো, এ আমার আরাধ্য রাত। দিনের সবটুকু উষ্ণতা জড়ানো রাত। কাছে এসে কাছে ডাকার রাত!
------------------------------------
রাত-৪
আমার বদলে যাওয়া দিন বলে আয় রাত আয়
আমার বদলে যাওয়া রাত বলে আয় রাতের গভীরে আয়!

তবু আমার ফেরা হয়না এই আপাত দৃশ্যমান পথ থেকে যেখানে এক বিকেল হতেই সমূহ আয়োজনে মেতেছিলো অপরাপর সব; রাতের জন্যে। তাদের কেউ কেউ ছিলো আমার খানিক পরিচিতজন বাকিরা অপরিচিতের মুখোশ পরে বসা ছিলো জন্মের অব্যবহিত পর থেকেই। তাই কারো মুখচ্ছবি ভাসেনি কভু মনের গহীনে!

সে সময়ে রাতের গল্পে মেতেছিলো ক’জন আচানক যুবা। যাদের কাছে রাত মানে কোন সে মাহেন্দ্রক্ষণ। তাই রাতকে পাহারা দিতে রাতভর রাতের কাছে নিজেদের সমর্পণ করবে বলে গোয়ালে ফের বেঁধে রাখে হালের বলদ। বলদের কানে কানে পৌছে বলে দূরে আজো জেগে থাকবে অদ্ভূত রাত। তাই জাবর কাঁটারক্ষণে তারাও যেন অনুভবে দেখতে থাকে মোহময় রাত।

এ পথ জেনেছিলাম একদিন পথে নেমেছিলো রাতের পথ ধরবে বলে। ফলে আমার বদলানো দিন বলে রাতের কথা। আর বদলে যাওয়া রাতও বলে সে একই কথা।

রাতের গভীরে জেগে থাকে আরেকটা রাত। একান্তই ভালোলাগা আর ভালোবাসার মুগ্ধতাজড়ানো রাত!
-----------------------------
রাত-৫
কেউ একজন হেঁটে যায় পথে তাকে দেখে আর কতক লোক নামে পথে এটাই হল পথের গল্প। পথচলতি পথিকের পায়ের দাগে পথও নিয়ে নেয় নয়া রূপ। পায়ে চলা পথের ঘাস মরে যায়। বাকি সব যারা নামেনি কখনো সে পথেও তারা ভয়কে জয় করে নামে পথে। তারপরের কাহিনী সবার জানা!

কোন একদিন একা ছিলাম বলে মনে ছিল ভীষণ ভয়। একা একা চলতে। কিছু বলতে গিয়ে কোন এক সময়ে অজানা আশংকা কাজ করতো মনে পাছে কে কী ভাবে আর কার প্রতিক্রিয়াই বা হয় কেমন? কিন্তু একটা সময়ে এসে দেখি এসব মনের ভূল আর ভয়! কার এতো সময় রয় হাতে যে আশপাশকার খবর রাখে!

একদিন যখন জন্ম নিয়েছিলাম সেদিন কান্নার স্বরে জানান দিয়েছিলাম নিজের আগমনীবার্তা। তারপরের কাহিনী অশেষ মমতায় শুধু শুধু বড় হওয়া। হাঁটতে শেখা হয়নি এমনি এমনি। কতশত হোচট আর হামাগুড়ি আর এখন দৌড়ঝাপের পর্যায় চুড়ান্ত পর্যায়ে!

দিনে দিনে সূর্য দেখা শিখে যাওয়া। অতঃপর সূর্য ডুবলে বাধ্য ছেলের মত ঘুমুতে যাওয়া। এসব আজো আছে। কিন্তু এই সময়ে এসে দেখি সূর্য ডুবলেও যে তার স্থান দখলে নেয় তার মাঝেও আছে সৌন্দর্যসূধা। রাতের; নিছক রাতের সৌন্দর্য।! আমি রাত দেখি ফি দিনান্তে ফি রাতের মাঝে!

রাত আমায় টানে খুব। আমি রোজ রোজ হারাতে চাই রাতের গহীনে!
---------------------------------------
রাত-৬
রাত এলো বলে কেউ কেউ গেয়ে যায় রাতের গান। আমি তন্ময় হয়ে শুনি। আমার শোনার কাল দীর্ঘায়িত করে যাই নিজের মত করে। আমি হাঁটতে গেলে সে পথে মাঝে মাঝে কেউ আগলে দাঁড়ায়। আমি দেখি না তারে শুধু শুধু কেউ কোনজনের পায়ের চিহ্ন ভাসে চোখে আবছা আলোয়।

কাল রাতেও রাত পাহারা দিয়ে রেখেছিল রাতকে-ভোর অবধি। ভোরের আলোতে মুখ লুকিয়েছে সে রাত কোন এক বাঁশের ঝোঁপে। এমনটা ছিল আর একটা রাত নামার আগ পর্যন্ত!

রাতের নামে আর একটা রাত উৎসর্গ করে দিয়ে যেতে চাই রাতের জন্য। রাত আসুক রাতকে নিয়ে আমি নামবো পথে ফের।

আমি আজ পথে নামতে চাইছি খুব একা হয়ে। যে থাকে সাথে সে আছেও একই ঢঙে। আমি তাকে নিয়ে রাত পাহারা দেবো আজো। রাতের সাথে রাত মিলিয়ে রচনা করবো ফের আর একটা রাত;একান্ত রাত!
------------------------------------
রাত-৭
আমাদের চাওয়ার কালে আমরা হয়ে যেতে চাই রীতিমতো বেপরোয়া।

কোন একদিন চাঁদের দেশে বেড়াতে যাবার শখ ছিল খুব। সে নিয়ে মনোমধ্যে ছিল যত আয়োজন। কত পথ পাড়ি দিয়েছিলাম নিজের অজান্তে তার হিসেব রাখা হয়নি আর হয়তো সুযোগও ছিলনা। যাওয়া হয়নি যদিও তবু যাবার অশেষ আকাঙ্খা ছিল ঢের!

চাঁদ রোজকার সূর্যের মত পৃথিবীতে আসেনা। আর তার জন্য তার সে কী আয়োজন আর আমাদের প্রতীক্ষা। দীর্ঘ রাতগুলো পার হবার পর সে যখন খানিক মুচকি হাসিতে ভরিয়ে দেয় পৃথিবীর আকাশ তখন তার সাথে সাথে সে আনন্দে মেতে ওঠে অপরাপর সব। এ আমিও বাদ যাইনি কোনদিন সে হাসি খেলায়!

গল্পে শুনেছিলাম চাঁদে বসে এক বুড়ি চরকা কাটে। আমি দেখেছি এখানকার অনেক বুড়িমাকে কিন্তু দেখা হয়নি চরকা কাঁটার সে আচানক দৃশ্য। দেখা হবে না বলে মানতে শেখার কালের শুরু হবার পরের সময়টা এখনও কাটে চাঁদের দেশে যাবার সমূহ প্রস্তুতি নিয়েও। জানি না এর ভবিতব্য তবু ভাবতে বসার পালে হাওয়া লাগাতে দোষ কই!

রাত আসে রাত যায় তবু রাত ফি বার চাঁদকে নিয়ে আসতে পারেনা। রাত আমার সুহৃদজন; চাঁদও! রাত আর চাঁদ আয় তবে একসাথে। আমি একইসুরে গাইতে চাইছি তোদের গান!
----------------------------------------
রাত-৮
মাঝে মাঝে ভাবতে যাই একদিন যখন টুপ করে মারা যাবো সেদিন প্রথম দেখাতেই যার সাথেই পরিচিত হবো তাকে শুধাবো কী করে রাতের আকাশ হওয়া যায়। তারপর রাতভর পাহারা দেবো পূরো পৃথিবী। নিশাচর কিছু পাখিকে সাথে রেখে পাহারা দেবো আর বাকি সবার উদ্দেশে রাতভর শুনাবো রাতের গান।

রাত আমার পছন্দের খুব। রাতের আকাশ তার চে'ও! কী নির্ভার সম্মোহন দৃষ্টি। আকন্ঠ ভালোলাগার ছোঁয়া। তারাদের সাথে খেলবো তারাময় খেলা। সে খেলার হার-জিত উহ্য রেখে নিত্যরাত সে একই সূঁতো ধরে পাড়ি দেয়া হবে আর অনেকটা পথ। যে যাবে সে যাবে সাথে। সে-ই থাকবে যে কোন একদিন পথিক হয়েছিল-রাতের পথিক!

যে রাত কোন একদিন আমাকে আহবান জানিয়েছিল তার পথ ধরে হাটার। আমি আজ তার কাছে কৃতজ্ঞচিত্তে তার কাছে পাঠিয়েছি এক উড়ো চিঠি; সইসহ। আমার নামধরে উচ্চস্বরে ডাকবে বলে চিঠির নিচে সেটে দিয়েছি বৃত্তান্ত।

আজ কতদিন হয় আয়নার সাথে আমার দ্বৈরথ চলে। জয়-পরাজয়ের সুক্ষ্মাতিসুক্ষ্ম হিসেব ভুলে ফি রাত রাতের কাছে সমর্পণ করি নিজেকে।

তবে জানি কোন একদিন আমিও আকাশ হবো-রাতের আকাশ। আর তার বুকে গোটা গোটা হরফে কোন এক নাম লিখা হয়ে থাকবে; কবির-ই সে'জন-কবির য়াহমদ!
----------------------------------------------
রাত-৯
এটা হতে পারে তেমন কোন এক রাতের গল্প!

কোন এক রাতে রাত নেমেছিল পৃথিবীতে। ঘনকালো রাত। নিজে নিজেকে দেখার মত তেমন কোন আলোও অবশিষ্ট ছিলনা। রাতের সংজ্ঞা পাল্টিয়েছিল সে একান্ত।

ঘনকালো রাতের আকাশ থাকে পরিস্কার স্বচ্ছ্ব জলের মত। মনে হয় কোন এক পাখি থেকে আলগোছে ডানা চুরি করে পাড়ি দিই আকাশমাঝে। নিজের মুখ দেখবো বলে। আকাশের আরশীতে নিজেকে কেমন লাগে ভাবতে বসিনি কোন কালে। যদিও রাতের আকাশ আপন হয়ে ধরা দেয় রোজ রোজ। মাথার ওপর ছাঁদ হয়ে দাঁড়িয়ে থাকে ঠায়। রোদ-বৃষ্টি আর জরা-খরা থেকে আগলে রাখবে বলে তার পূর্বপুরুষের কাছ থেকে বেশ কিছু সময় ধার করে নিয়েছিল একান্ত আমার জন্যে।

যে রাতে আকাশ দেখি সে রাত অন্য রকম অনুভূতি নিয়ে ছুয়ে যায় আ-হৃদয়। ফি-বার আমার আহ্লাদিত নেত্র উৎসর্গ করি তার জন্যে।

তোমাকেও বলি আকাশ দেখো;রাতের আকাশ। অজস্র তারা বুকে নিয়ে ঠায় দাঁড়ানো রাতের আকাশ!
--------------------------------------------------
রাত-১০
এ রাতের কাছে আমার দায় আছে। তাই চুপি চুপি রাতের পথ ধরে হাঁটি রাত ভোর আগ পর্যন্ত!

জেনেছি রাতের পথ ভঙ্গুর কোনো। রাত শেষে তবেই শেষ হয় তার পথচলা। এভাবে পৌনঃপুনিক ঢঙে ফিরতিদিনে এসে মেলে ধরে অপার ডানা। পাখা গজাবার সাধ থাকে আলগোছে। যদি কেউ দেখে ফেলে তার কেন্দ্রবৃত্ত তবে একান্তকরে আবারো পথ ধরে আরেক পথের।

এ যে নিছক কোনো এক অদ্ভুত রাতের গল্প। তোমার বাগান ধরে চুপি চুপি নামে পথে। আমি তোমার বাগানের পথ জানি। কিন্তু কোথাও পদস্পর্শ দেখিনি বলে তার পিছু নিতে পারিনি অদ্যাবধি। তাই সমান্তরাল পথে আমাদের পথ চলা হলেও পথে পথে পথের দূরত্ব মাপি; ঘনত্ব দেখি। পথে নেমে করে যাই রাতের গুণকীর্ত্তন।

তবে অদ্যকায় নেমেছে আর এক রাত। রাতের নাম ধরে রাতময় করে যায় রাতবর্ণনা। আমি তার পিছু ছুটি পিছুটান ছাড়াই। এ শহরে জ্বলেছে যত নিয়নবাতি আজ। আমি তার স্যুইচবোর্ডে লিখাতে চাইছি নিজের হস্তাক্ষরের ছাপ। এ শহরে আজ কোন বাতি জ্বলবেনা। ভাসবে শুধু রাত; নিকষ কালোরাত।

হে গোবেশচন্দ্র নগরপিতা, আজ শহরের সব বাতি নিভিয়ে দাও। আজ পুরোরাত রাত নামুক শহরজুড়ে। আমি রাতময় দেখতে চাই মোহময় অদ্যকার রাত।
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০১০ রাত ৮:৪৮
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

লবণ্যময়ী হাসি দিয়ে ভাইরাল হওয়া পিয়া জান্নাতুল কে নিয়ে কিছু কথা

লিখেছেন সম্রাট সাদ্দাম, ০২ রা মে, ২০২৪ রাত ১:৫৪

ব্যারিস্টার সুমনের পেছনে দাঁড়িয়ে কয়েকদিন আগে মুচকি হাসি দিয়ে রাতারাতি ভাইরাল হয়েছিল শোবিজ অঙ্গনে আলোচিত মুখ পিয়া জান্নাতুল। যিনি একাধারে একজন আইনজীবি, অভিনেত্রী, মডেল ও একজন মা।



মুচকি হাসি ভাইরাল... ...বাকিটুকু পড়ুন

মিল্টন সমাদ্দার

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০২ রা মে, ২০২৪ রাত ৩:০৬

অবশেষে মিল্টন সমাদ্দারকে গ্রেফতার করেছে ডিবি। এবং প্রেস ব্রিফিংয়ে ডিবি জানিয়েছে সে ছোটবেলা থেকেই বদমাইশ ছিল। নিজের বাপকে পিটিয়েছে, এবং যে ওষুধের দোকানে কাজ করতো, সেখানেই ওষুধ চুরি করে ধরা... ...বাকিটুকু পড়ুন

জীবন চলবেই ... কারো জন্য থেমে থাকবে না

লিখেছেন অপু তানভীর, ০২ রা মে, ২০২৪ সকাল ১০:০৪



নাইমদের বাসার ঠিক সামনেই ছিল দোকানটা । দোকানের মাথার উপরে একটা সাইনবোর্ডে লেখা থাকতও ওয়ান টু নাইন্টি নাইন সপ ! তবে মূলত সেটা ছিল একটা ডিপার্টমেন্টাল স্টোর। প্রায়ই... ...বাকিটুকু পড়ুন

যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ ঠেকাতে পুলিশি নির্মমতা

লিখেছেন এমজেডএফ, ০২ রা মে, ২০২৪ দুপুর ১:১১



সমগ্র যুক্তরাষ্ট্র জুড়ে ফিলিস্তিনের পক্ষে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে বিক্ষোভের ঝড় বইছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ কর্মসূচী অব্যাহত রয়েছে। একাধিক বিশ্ববিদ্যালয় প্রশাসন বিক্ষোভ দমনের প্রচেষ্টা চালালেও তেমন সফল... ...বাকিটুকু পড়ুন

ছাঁদ কুঠরির কাব্যঃ ০১

লিখেছেন রানার ব্লগ, ০২ রা মে, ২০২৪ রাত ৯:৫৫



নতুন নতুন শহরে এলে মনে হয় প্রতি টি ছেলেরি এক টা প্রেম করতে ইচ্ছে হয় । এর পেছনের কারন যা আমার মনে হয় তা হলো, বাড়িতে মা, বোনের আদরে... ...বাকিটুকু পড়ুন

×