
সাগর যে এত সুন্দর হতে পারে সেন্টমার্টিনের উদ্দেশ্যে জাহাজে না উঠলে বুঝতেই পারতাম না।

সাগরের ঢেউ গুলো আছড়ে পরছে প্রবালের গায়ে।

দিনের শেষে যখন সন্ধ্যা ঘনিয়ে আসে প্রকৃতি সাজে এক অপরূপ সাজে।

রাতের আকাশ আর সাগরের গর্জন এযেন প্রকৃতির অনবদ্য এক খেলা।

আর রাত যখন গভীর হয় নেমে আসে শুনশান নিরবতা শুনশান নিরবতা।

সকালের সূর্য টা মনে হয় ছেড়াদ্বীপের গাছগুলোর আড়াল দিয়ে উঠে।
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০২১ দুপুর ২:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




