কাটেনা সময় যখন আর কিছুতে বন্ধুর টেলিফোনে মন বসেনা।
জানালার গ্রীলটাতে ঠেকায় মাথা। মনে হয় বাবার মত কেউ বলেনা আমায়
আয় খুকু আয় .............।

গানটির মধ্যেই বাবার প্রতি সন্তানের ভালবাসা আর সন্তানের প্রতি বাবার ভালবাসা ফুটে উঠেছে।
বাবা তার সন্তানকে কতটা ভালবাসে এ গান থেকেই উপলব্ধি করা যায়। আর সন্তানের প্রতি বাবার ভালবাসার উদাহরণ নেপাল ট্রাজেডিতে প্রাণ হারানো বাবা প্রিয়ক। যিনি জানতেন মৃত্যু নিশ্চিত তারপরও মেয়েকে খুজতে গেছেন। প্রিয়ক তো চাইলেই পারতেন মেয়েকে ফেলে রেখে বের হয়ে আসতে। তিনি নিজের জীবনের মায়া করেননি। মেয়ের প্রতিএকটু বেশিইভালবাসা ছিল তার। তা না হলে কেউ এমনটা করে। যে দেশে কিছুদিন পর পর শুনা যায় বাবা মেয়েকে খুন করেছে, বাবা মেয়েকে ধর্ষণ করেছে, একের পর এক সন্তান খুন হয়ে যাচ্ছে, সেখানে প্রিয়কের মতো বাবারা ইতিহাসে সত্যি দৃষ্টান্ত হয়ে থাকবে। যারা বাবাকে আঙ্গুল দেখিয়ে কথা বলতো, তারাও প্রিয়কের মতো বাবাদের সম্মান করবে। বাবা শুধু জন্মদাতাই নয়, বাবা যে বন্ধু, বাবা যে সন্তানের আত্মা তাই প্রমাণ করে গেছেন নেপাল দুঘটনায় প্রাণ হারানো প্রিয়ন্ময়ী বাবা প্রিয়ক। জন্মদাতা আর বাবা শব্দটির মধ্যে অনেক পার্থক্য রয়েছে। কিছু বাবা থাকেন জন্ম দিয়ে দায়িত্ব শেষ করে দেন, আর অনেক বাবা আছেন যারা সন্তানদের ছায়ার মতো আগলে রাখেন। নিজের সুখ বিসর্জন দিয়ে সন্তানদের মুখে হাসি ফুটান। নিজে পুরানো কাপড়ে সন্তুষ্ট থেকে সন্তানকে নতুন কাপড়ে আনন্দ দেন। তারা চান তাদের সন্তান ভালো থাকুক। সন্তানের সুখ হাসি ঘিরেই যেন তাদের জীবন। প্রিয়কেরও তার মেয়েকে নিয়ে অনেক স্বপ্ন ছিল, একদিন তার মেয়ে বড় হবে, ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, ভালো ঘরে বিয়ে দিবে। কিন্তু হঠাৎ একটি ঝড়ে নিমিষেই ঝরে গেল দুটি প্রাণ। মেয়েকে বাঁচাতে যেয়ে নিজেই হারিয়ে গেলেন না ফেরার দেশে। প্রিয়কের মতো এমন বাবাদের জন্য অনেক ভালোবাসা, অগাধ শ্রদ্ধা। বেঁচে থাকবে তারা এই পৃথিবীতে, বেঁচে থাকবে তারা সবার অন্তরে।
সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




