এক বড় ভাইয়ের সাথে বসে গল্প করছিলাম
হঠাৎ তার এয়ারটেল নম্বরে একটি গুরত্বপূর্ন কল আসল।
পরে জানতে পারলাম একজন উপকারি বন্ধু টাকা নিয়া বসে আছে
সাহায্য করার জন্য। শর্ত একটাই...... ওনার নাম্বারে ৩০০ টাকা
লোড করে পাঠাতে হবে। ভাই তখন তাকে সুন্দর করে জানাইয়া দিল যে এই টাকা আমার
দরকার নাই..... আপনেই রিচার্জ করে নিয়ে নেন। তার পারও সে বলল সামনে ঈদ অনেক
খরচ করতে হবে.... অনেক কেনা কাটা করতে পারবেন........... এই বার বুজূন এই দূরমূল্যের বাজারে তিনি কতবড় উপকারি বন্ধু।
এর পার ভাই অন্য নাম্বার থেকে মিস কল দিলে সে আবার কল ব্যাক করে। তখন ভাই তাকে অনুরোধ করে যে, তার টাকাটা খুব দরকার কোথায় আসতে হবে..... তখন সে বলে গুলশান ১, সিলভার টাওয়ার। এরপার ভাই তাকে প্রস্তাব দেয় যে, আপনি রিচার্জ করেন টাকা ৫০/৫০ ভাগ হবে। এই কথা শুনে সাথে সাথে কল কাইটা দেয়।
ভাই সবাইকে অনুরোধ করছি যতটুকু সম্ভব আপনার আশেপাশের মানুষ কে বা যারা বয়স্ক বা মিহলা আছে নতুন ইউজার তাদের কে এই ধরনের প্রতারনা সম্পর্কে অবহিত করুন।
উপকারি বন্ধুর মোবাই নম্বর হচ্ছে= ০১৬১১১০১৬০০ কেই যদি এয়ার টেল চাকুরি করেন তাহলে এই ধরনের প্রতারকদের বিরোদ্ধে কোন ব্যবস্থা নিতে পারেন কি না একটু চেষ্টা করে দেখবেন। আল্লাহ হাফেজ। সবাই ভাল থাকবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




