দৃরে শুম শুম শব্দ ভয়ঙ্কর।কোন কিছু হামলে আসছ্?
তারপর হাঁটু পানি মাজাপানি গলাপানি,
ভাসলো ঘরের চাল;হাঁড়ি মরা কুলো
গরু দুটো নাক উঁচু করে ভোস ভোস িনঃশ্বাস ফেলছে
বাছুর কোথায় গেলো ছোট েছাট ডাক নই আর
চালের উপর ঘুঘু হয়ে আছে ভটের ক'জন
ক'দনি ছিলো দাঁতে দাঁত চেপে
পাতিলের মুড়ি আর কলিসর পানি সেও সেষ,
সব ছেড়ে এখন উদ্বাস্ত লঙ্গরখানায়;
কিন্তু গরুর হিল্লে কী?
অবশেষে গিন্নির কানের সোনা দিয়ে কিছটা ব্যবস্হা
কোনো ভবিষ্যত নেই শুধুই বর্তমান
তারপরও নির্জলা প্রকৃতরি মতো ময়েটিকে
বুকে চেপে রেখেছে মা।
যদি ক্ষুধায় হারিয়ে যায় কোন রিলিফের অছিলায়?
রমজান আসছে আসুক,এখনো উপোস তখনো উপোস
কেবল চোখে ও কানে ঈদ আসে
দ্যাখে ঈদগাহে সেও-শোনে,ঈদের শিরিনি খেয়ে যাও;
প্রায় প্রতি বছর একই দৃশ্য,একই সংলাপ
ককনো দানের কাপড় কখনো ছিন্নবস্ত্র অনেকটাই শরীরের প্রদর্শনী।
(পজল-এ-খোদা)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




