যমুনা গেল, চ্যানেল ওয়ান নাই হলো, এবার গেল আমারদেশ পত্রিকা।
যমুনার মালিক বাবুল খারাপ মানুষ, চুরি-দখল করে বড়লোক হইছে তার টিভি বন্ধ হোক কিন্তু আফসোস নাই। তবে তার যমুনায় ডুব দিয়ে যেসব ভাই বন্ধু বেকার হলেন তাদের কথা তো সরকার ভাবতে পারতো। বাবুল জমি দখলের মত করেই যদি কাগজপত্র ছাড়া টিভি করতে চাইছিল তাইলে সেইটা অন্যায় কিন্তু আমার ভাইবেরাদরদের কি হবে।
চ্যানেল ওয়ান দোষ করছে, বুঝলাম। কিন্তু মামলা চলতে পারতে সাথে চলতে পারতে টিভিটা। আমার দেশের জন্যও আমি একই কখা বলবো।
কিন্তু কিছুতেই কিছু হইলো না। আবার যার যা হারাবার তাই হারাইলো। মানে হইলো সহজ।
সরকারের বয়স কম, তাই বলে কি বুদ্ধি আর আক্কেলও কম। না কি তারা কাণ্ডজ্ঞান হারাইছে। মনে হইতাছে তাই।
তাদের এইসব কাজ সবাই মনে রাখবে আগামী বার আবার কিন্তু মানুষের কাছেই যাইতে হবে। তাই খেই হারাবেন না। দয়া করে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


