ভেবেছিলাম ছবি ব্লগে শুধুই দর্শক হিসেবে থাকব..
সবার উৎসাহ দেখে শেষমেষ নিজেই শার্টের হাত গুটালাম:
এখানে মোটামুটি চারটি ঋতু। সবকটিই প্রকটভাবে চোখে পড়ে।
গ্রীষ্ম :

ছবি: ৯৫ ডিগ্রী ফারেনহাইট সন্ধা

ছবি: পূর্ণিমার চাঁদ

ছবি: একটুখানি হাওয়া
যখন এমনই রাতে আকাশে ফুটেছিল চাঁদের উজ্জল মুখ
গগন বিকেলে সূর্য হেসে পাইনি সন্ধান তব।
কালের আবর্তে বছরের প্রথম হেয়াঁলিপনা ।
হেমন্ত :

ছবি: পুড়ে যাওয়া মাঠ

ছবি: দিগন্ত

ছবি: গাংচিল
জীবন হারিয়ে সখি
শন চুলের মত, বেলা শেষের দোলা-
দোদুল্য মনে নাড়া দেয়,
হেমন্তের হারিয়ে ফেলা চিঠির মত
বহু পুরোনো কালের কথা,
তবুও গাংচিলেরা হাসে,
এটাই বা কম কিসে।
বসন্ত :

ছবি: মনের মাঠ
মাঠে মনে লেগেছে রং
এই লাল হলুদ বসন্তে।
তোমাতে, আমাতে।
শীত :

ছবি: মরা রোদ

ছবি: স্থিরতা

ছবি: শীত
আরেকটি ধবল কনকনে রাতে
হোক একই কাঁথায় সহমরণ ।
বি: দ্র: বারটি ছবিই দেব ভেবেছিলাম। তবে মেমোরি ক্যাপাসিটি ফেল করল মনে হচ্ছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


