
মানুষ জীবনে আলাদা করে শব্দ বলে খুবই কম-
ঘুরিয়ে ফিরিয়ে আমরা বন্দি একই কথামালা্য়- একদম।
এই চর্চিত জীবন হচ্ছে তাই, কয়েকটি কথার সমাবেশ,
সেই সমাবেশে আছে অনেক তর্ক,
তর্ক বিতর্কে কথা বেড়েছে বেশ,
তবে কাজের কাজ, কিছুই হয়নি শেষ।
আমার জীবন, সেই হিসেবে পাঁচ শত ছেয়ানব্বই,
তাহলে তাই সই।
পাঁচ শত ছেয়ানব্বইয়ের জীবনে
ছাই ভস্ম কবিতা লিখে করেছি- শব্দের অপচয়,
দৈনিক কাজে কিছু শব্দ বলেছি - সে রুজি রোজগার ছাড়া আর কিছু নয়।
বাকি শব্গুলো জমিয়ে রেখেছি এইবার,
আজ থেকে তাই ঠিক করেছি -নির্বাক হব রবিবার ।
রবিবার তাই কোন কথা নয়,
কোন ইমেল নয়,
কোন টেস্কস নয়,
কোন আড্ডা নয়,
কোন ব্লগিং নয়।
জমানো কথা বললে- শেষ হয়ে যাবে আমার একান্ত পাঁচ শত ছেয়ানব্বই শব্দ,
পাব কোথায় আবার আনকোড়া সব নতুন শব্দ?
জামানো কথা থাক আপাতত আমারই কাছে,
তোমরাই কথা বলে , তর্ক করে, খরচ কর তোমাদের যা আছে।
ছবি: একটি মালভূমির দৃশ্য, তুলেছি নিউ ম্যাক্সিকোতে, প্রায় ৯ হাজার ফুট উপরে সমুদ্র পৃষ্ঠ থেকে।
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১০:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



