
এখানে নেই অন্ধকার ,
এখানে নেই বিষাদ ও আঁধার,
বনলতার আনন্দে মুখরিত রাতের পাহাড়।
সাত রংয়ের জলধারা, নেচে গেয়ে নামে পৃথুলায়,
ভুমি নিনাদ গায়, প্রচন্ড গর্জনে ও ভালবাসায়,
যৌবনের জোয়ারে ভেসে যাওয়া মুখরিত সন্ধ্যায়,
তোমাকে কি কাছে চাওয়া খুব বেশী অন্যায়।
টুকরো, টুকরো ধুলোর সমান অসংখ্য আবেগ,
ভেসে বেড়ায় যেন সবুজ নীল লাল জলরেণুর পরাগ।
বাতাসে কান পেতে শুনি পরিচিত সংগীতের অন্তরা,
এ যেন ঠিক সাত রংয়ে সাজানো জলধারা।
এখানে নেই অন্ধকার ,
এখানে নেই বিষাদ ও আঁধার,
এখানে আছে হারানো স্বপ্নরা,
এখানে আছে রাতের পর রাত জেগে পার করার স্মৃতি,
এখানে আছে দুঃখ বা যন্ত্রনার সমাপ্তি।
ছবি ক্রেডিট: জৈনকা ফটোগ্রাফার।
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০২৩ সকাল ১০:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




