২২ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে ব্লগ ডে পালন নিয়ে তর্ক বিতর্ক চলছে। অনুষ্ঠানের আগেও বেশ তর্ক হয়েছিল। তখন সেই তর্কে ব্লগে পড়লেও ব্যস্ততার কারণে অংশ নিতে পারি নাই। তারপরও আশা করেছি, যুক্তরাষ্ট্রের প্রথম ব্লগ ডে সফল হোক। তবে সোনা ব্লগে একটি পোস্টের সূত্র ধরেই আমি পোস্ট দিই- Click This Link
সোনা বাংলার সেই পোস্টি : http://sonarbangladesh.com/blog/post/141166,
আয়োজকদের কাছ থেকে কিছু বিষয় জানার জন্য মূলত পোস্টি দেয়ার উদ্দেশ্যে ছিলো। তারা দেরী হলেও তাদের বক্তব্য দিয়েছেন। আয়োজকদের বক্তব্য হলো- 'ছাগুরা অনুষ্ঠান পন্ড করতে চাইলেও পারেনি, সর্বশেষ যুক্তরাষ্ট্র ব্লগ ডে সফল হয়েছে। '
(Click This Link
Click This Link
Click This Link
নিরব নীলয়ের পোস্টি মুছে দেয়া হয়েছে।)
আমার বক্তব্য হচ্ছে- প্রথম থেকেই আয়োজকরা কিছু একটা গোপন করে যাচ্ছেনট। আয়োজকদের বেশ কয়েকজন পোস্ট দিলেও ব্লগে ডে ছাগুদের সঙ্গে কি হয়েছিল, সে সম্পর্কে কোন তথ্য দেয়নি। ব্লগ ডে শেষ করা পর আয়োজকরা ব্যাপক তৃপ্তির ডেকুর নিয়ে পোস্ট দিয়েছিলেন, তারা ব্যাপকভাবে সফল ব্লগ ডে পালন করেছে বলে দাবী করেছে।
পরে আমি একটি পোস্ট দিলে থলের বিড়াল বের হয়ে আসে। পরে রাফা ও মিনহাজ সাহেব আন্তপক্ষ সমর্থনে দুটি পোস্ট ডেলিভারি দিয়েছেন। দুঃখের বিজয় হলো- এ পোস্ট দুইটিতেও তারা পুরোপুরি সত্য বলতে পারেননি। আন্তপক্ষ সমর্থনে তারা দাবী করে- জামাতী ব্লগারদের তারা চলে যেতে বাধ্য করেছিলেন। তাদের পোস্টে স্ববিরোধী কথাও বলেছেন- তারা এক রেস্টুরেন্ট থেকে অন্য রেষ্টুরেন্টে গিয়ে সর্বশেষ আনুষ্ঠানিকতা শেষ করেছে। তবে এর দ্বারায় ছাগুদের দাবী প্রমাণ হলো। ছাগুরা বের হয়ে যায়নি, সামুর ব্লগাররাই বের হয়ে অন্য রেষ্টুরেন্টে অনুষ্ঠান করেছে। এর কারণ হিসেবে আয়োজকরা বলেছেন, পুলিশী ঝামেলায় যেতে চাননি। আমার বুঝে আসে না আমেরিকায় পুলিশী ঝামেলা আবার কি ?
ব্লগ ডে’র উদ্যোগক্তা দাবীদার নিরব নীলয় পরিচয়ও নিয়ে তেমন কথা বলেনি তারা, সোনার ব্লগের নাইমের পোস্টটি দেখলে নিরব নীলয়ের পরিচয় স্পস্ট হয়ে যাবে। সোনা ব্লগের ‘অপ্রতিরোধ্য অভিযাত্রী’ নামের ব্লগার নীরব নীলয়ের ভাই। এ ব্লগের এ ব্লগারের মন্তব্য দেখুন-http://sonarbangladesh.com/blog/post/141166
http://sonarbangladesh.com/blog/tarequs/
তাদের লেখায় এখন সময়ের আরিফের পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছে। তবে তারা তার পরিচয় নিয়ে নিশ্চিত কিছু বলতে পারেননি। অন্যদিকে নীরব নীলয় তার একটি পোস্টে নিজেই স্বীকার করেছেন- সে একসময় শিবির করতো, তবে এখন করে না। যা এ পোস্টে দেয়া আছে- Click This Link
ব্লগ ডে’র অনুষ্ঠানে যুদ্ধাপরাধী বা তাদের পৃষ্ঠপোষকতাকারী কারো সম্পৃক্ততা কোন ভাবেই কামন্য নই। উপরের সব কিছু বিশ্লেষণ করলে বুঝা যাবে, যুক্তরাষ্ট্রের ব্লগ ডে’র অনুষ্ঠানে শুরু থেকে শেষ পর্যন্ত ছাগু সম্পৃক্ততা ছিলো। মূলত আমেরিকা বা লন্ডনে ছাগুরা অনেক বেশি অর্গানাইজ। তাই আমেরিকা বা লন্ডনের মতো স্থানে মুক্তিযুদ্বের স্বপক্ষের শক্তি সম্পূর্নভাবে অর্গানাইজ না হওয়া পর্যন্ত কোন প্রকার অনুষ্ঠান করা ঠিক না। এসব জায়গায় অনুষ্ঠান করলে ছাগুরা অনুপ্রবেশ করবে। তাদের অনুপ্রবেশ ঠেকাতে সামু কর্তৃপক্ষকে আরো কঠোর হওয়ার পরামর্শ রইলো।
ব্লগ ডে সম্পর্কে মিনহাজ সাহেবের সর্বশেষ পোস্ট Click This Link
সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০১২ রাত ১০:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




