সরকারি ও প্রজেক্টের টাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পোষ্যদের বিদেশ সফরের হিড়িক পড়েছে। গত এক মাসে অন্তত ৩০টি টিম বিদেশ সফর করেছে। বর্তমানে ১৭টি টিম বিদেশে আছে। আগামী এক মাসে আরও অন্তত ১০টি টিমের বিদেশ যাওয়ার কথা রয়েছে।
বিদেশ সফরে রেকর্ড সৃষ্টি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি। তিনি এখন পর্যন্ত ৬৮ বার সরকারি অর্থে সফর করে বিদেশে ছিলেন প্রায় ১৮০ দিন।(৬ মাস)
আসিয়ান রিজিওনাল ফোরামের (এআরএফ) মন্ত্রীপর্যায়ের সম্মেলনে অংশ নিতে বৃহস্পতিবার মধ্যরাতের পর ইন্দোনেশিয়ার বালির উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন পররাষ্ট্রমন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রীর সফর : পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির বিদেশ সফরের তালিকা অনেক দীর্ঘ। পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি গত বছর ১-৫ ফেব্রুয়ারি ইউনিভার্সেল পিরিওডিক রিভিউর জন্য সুইজারল্যান্ড, ইউনাইটেড মালয়েস ন্যাশনাল অর্গানাইজেশনের সাধারণ অধিবেশনে যোগ দিতে ২৬-৩০ মার্চ মালয়েশিয়া, আফগানিস্তানসংক্রান্ত সম্মেলনে যোগ দিতে ৩১ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত নেদারল্যান্ডস, সভ্যতা সম্মেলনে যোগ দিতে ৬-৭ এপ্রিল তুরস্ক, মানব পাচার প্রতিরোধ বৈঠকে যোগ দিতে ১৫ এপ্রিল ইন্দোনেশিয়া, প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ২০-২৪ এপ্রিল সৌদি আরব, জলবায়ু সম্মেলনে যোগ দিতে ২৮ এপ্রিল নরওয়ে, ২৯-৩০ এপ্রিল ন্যাম মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে কিউবা, ৮-১০ মে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দক্ষিণ আফ্রিকা, ১৫-১৭ মে মিয়ানমার, ২৩-২৫ মে ওআইসি মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে সিরিয়া, ২৯-৩০ মে সাগ্রি লা ডায়ালগে যোগ দিতে সিঙ্গাপুর, ২৪-২৬ জুন বিশ্ব অর্থনৈতিক মন্দাসংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দিতে যুক্তরাষ্ট্র, ৯ জুলাই দ্বিপক্ষীয় বৈঠক করতে ভারত, ১০ জুলাই সার্কের মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে শ্রীলঙ্কা, ১২ জুলাই কমিউনিটি অব ডেমোক্রেসিতে যোগ দিতে পর্তুগাল, ১৩-১৮ জুলাই ন্যাম সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে মিসর, ২৩ জুলাই ১৬তম আসিয়ান রিজিওনাল ফোরামের সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ড, ২-৩ সেপ্টেম্বর গ্লোবাল ফ্রেমওয়ার্ক ফর ক্লাইমেট সম্মেলনে যোগ দিতে সুইজারল্যান্ড, ৮ সেপ্টেম্বর দ্বিপক্ষীয় বৈঠক করতে ভারত, ১৬ সেপ্টেম্বর দ্বিপক্ষীয় বৈঠক করতে মার্কিন যুক্তরাষ্ট্র, ২৩-২৬ সেপ্টেম্বর জাতিসংঘের ৬৪তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র, ১৫-১৬ অক্টোবর এশীয় সহযোগিতা সংলাপ (এসিডি) ৮ম বৈঠকে যোগদানের লক্ষ্যে শ্রীলঙ্কা, ২২-২৪ অক্টোবর ইউরোপ উন্নয়ন দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে সুইডেন, ২৬-২৭ অক্টোবর প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে কাতার, ১-২ নভেম্বর ডি-৮ মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে মালয়েশিয়া, ৬-৮ নভেম্বর প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ভুটান, ৯-১০ নভেম্বর ক্লাইমেট ভালনারেবল ফোরামের সম্মেলনে যোগ দিতে মালদ্বীপ, ১৫ নভেম্বর প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে সংযুক্ত আরব আমিরাত, ১৬-১৮ নভেম্বর প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ইতালি, ২৫-২৯ নভেম্বর প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ত্রিনিদাদ ও টোবাগো, ১০-১২ ডিসেম্বর বিমসটেক মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দিতে মিয়ানমার, ১৪-১৯ ডিসেম্বর প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ডেনমার্ক ও ২১ ডিসেম্বর মরিশাস সফর করেন। এটা হলো পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির ২০০৯ সালের বিদেশ সফরের ফর্দ। তিনি চলতি বছর অর্থাৎ ২০১০ সালেও বিদেশ সফরে পিছিয়ে নেই।
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি চলতি বছরের ১০-১৩ জানুয়ারি প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ভারত, জ্যোতি বসুর শেষকৃত্যে যোগদান করতে ১৯ জানুয়ারি ভারত, ২৫-২৭ জানুয়ারি নিরস্ত্রীকরণ সম্মেলনে যোগ দিতে সুইজারল্যান্ড, ৭-৯ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে কুয়েত, ১-২ মার্চ মানবাধিকার বৈঠকে যোগ দিতে সুইজারল্যান্ড, ১৬-১৭ মার্চ ন্যাম বিশেষ সম্মেলনে যোগ দিতে ফিলিপাইন, ১৭-২০ মার্চ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে চীন, ১৪-২২ এপ্রিল ব্রিটেন ও নরওয়ে, ২৭-২৯ এপ্রিল সার্ক সম্মেলনে যোগ দিতে ভুটান, ২-৪ মে এনপিটি রিভিউ সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্র, ১৮-২০ মে ওআইসি মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দিতে তাজাকিস্তান, ২১-২২ মে রাশিয়া, ২৭-২৯ মে সভ্যতা সম্মেলনে যোগ দিতে ব্রাজিল, ৩১ মে থেকে ২ জুন আইসিসি রিভিউ কমিটির বৈঠকে যোগ দিতে উগান্ডা, ৭-৯ জুন চিকা সম্মেলনে যোগ দিতে তুরস্ক, ২০-২২ জুন ফ্রান্স, ২৩-২৫ জুন দ্বিপক্ষীয় সফরে স্পেন, ৪-১০ জুলাই প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে নাইজেরিয়া, ২৩ জুলাই ১৭তম আসিয়ান রিজিওনাল ফোরামে যোগ দিতে ভিয়েতনাম, ৩-৪ আগস্ট এমডিজি সম্মেলনে যোগ দিতে ইন্দোনেশিয়া, ২৩ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর ব্রিটেন ও জার্মানি, ১৮-২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান করতে যুক্তরাষ্ট্র এবং ৩-৫ অক্টোবর ব্রিটেন সফর করেন। পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এ মুহূর্তে অসুস্থ। তাই তার চীন সফর বাতিল করেছেন। http://budhbar.com/?p=3359
এটা অক্টোবর ২০১০ পর্যন্ত। এরপর আজকেও যাচ্ছেন তিনি। প্রতিমাসে যাচ্ছেন। এখন জুলাই-২০১১ এই ৯ মাসে আরো কতদিন কে জানে!!!