শাহবাগ নিয়ে এই চমত্কার কবিতা লিখেছেন কৃষিবিদ মো. হামিদুর রহমান।
এবার জেগেছে নব প্রজন্ম
সোনার এই বাংলায়,
ঘাতক দালাল রাজাকারদের
আর নাই ক্ষমা নাই।।
ঐক্য অটুট ঠিকানা গড়েছে শাহবাগ চত্বরে
শাণিত চেতন, অটল প্রতিজ্ঞায়,
কণ্ঠে স্লোগান Èতুই রাজাকার
চাই তোর ফঁাসি চাই'।।
ভেবেছিলি তোরা-Èপার পেয়ে গেছি
শত কুকর্ম করে',
টের পাসনি-কো তুষের আগুন
জ্বলছে যে ঘরে ঘরে।
ধর্ষক তোরা ঘৃণ্য ঘাতক
শত্রু মানবতার,
তোদের বিচার শুরু হয়ে গেছে
নাই আর নিস্তার।।
তরুণ প্রাণের জোয়ারে ভেসেছে
ভেসেছে সারাটা দেশ,
পতাকা শোভিত চির উন্নত শির,
উত্থিত হাত-কণ্ঠে স্লোগান
ফঁাসি চাই, ফঁাসি চাই।।
জেগেছে জননী কালো রাত্রির শেষে
আলোর মিছিলে নিশ্চিত বরাভয়,
কোটি সন্তান সঙ্গে বীরের বেশে
হবে হবে হবে জয় বাংলার জয়।।
#

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




