আমরা অনেকেই হয়তো জানি না যে আমাদের Scientific Calculator টি কি আসল! না নকল! ।
এখন আমি সেটা ই চেক করার পদ্ধতি আপনাদের বলবো :
এর জন্য Calculator টি MS বা ES মডেলের হতে হবে। TL মডেলে কাজ করবে না

ES Model Calculator

MS Model Calculator
প্রথমে Calculator টির SHIFT, 7, ON তিন টি কী একত্রে চাপুন:


এতে Calculator এর পুরো স্ক্রিন কালো হয়ে যাবে:


ভয় পাওয়ার কিছু নেই, এবার :
* MS মডেলে: SHIFT চাপতে থাকুন (১৪ বার) যতক্ষন পর্যন্ত “O”না আসে।
* ES মডেলে: SHIFT চাপতে থাকুন (৫ বার) যতক্ষন পর্যন্ত “Press AC”না আসে, তারপর AC চাপুন, এখন Contrast ঠিক করতে চাইলে ডান অথবা বাম “REPLY” চাপুন, আবার AC চাপুন, “০” আসবে
এবার নিচের চিত্র অনুযায়ী , “SHIFT” হতে “=” পর্যন্ত পর্যায়ক্রমে চাপুন (”ON” বাদে)


ডান পাশের ম্যসেজ দেখালে বুঝবেন আপনার CASIO Scientific Calculator টি ১০০% আসল
এখন কার্যাবস্থায় ফিরে যেতে ON চাপুন
——————ধন্যবাদ———————–
সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০১০ রাত ১২:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




