যে হারিয়ে যায়
দূর নীলিমায়
সময়ের গতিময় প্রবাহে,
কোথায় খুঁজবে তারে, নীরবে নিভৃতে
নিঃসঙ্গ গাংচিল তুমি।
অযথাই শুধু
হৃদয়ের নদীতে
জোয়ার এনে কী লাভ?
আজ এই রাত্রিতে, ফেলে আসা সরণী
স্মরণের নেই কোনো প্রয়োজন।
মানবিক বোধ যদি হয় পরাহত
পথভ্রষ্ট এই পৃথ্বী-
বিষাদিত অতীতের সবকিছু মুছে,
চোখে আনো স্বপ্ন, রংধনু দিন
ডানা মেলো প্রিয় গাংচিল ।।
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০১০ ভোর ৪:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




