বৃষ্টি তোমায় শুধাই একটি প্রশ্ন
কোন বেদনায়, এমন অঝোর ধারায় কাঁদো তুমি অবিরত?
কেনো তোমার কোন বিরহের জল
ফোঁটায় ফোঁটায় এমন ঝরে পড়ে?
কোন বেদনায় তুমি আকাশ ভেজাও?
রিমঝিম রিমঝিম বিরহের সুরে
বৃষ্টি তোমায় শুধাই আরেকবার শোনো-
কেনো তুমি লুকাও মাটির বুকে?
মাটি কি তোমার কোনো গোপন মিতা?
জানবে না কেউ তা, বলো আমাকে।
নাই যদি হয়, তবে কেনো এই খেলা?
শুষ্ক মাটিকে হঠাৎ সিক্ত করা!
বৃষ্টি তোমায় আমি বলি সবশেষে
কেনো আমায় কাঁদাও তুমি হঠাৎ এসে?
কী আছে মিশে তোমার সুরের সাথে?
পাগল আমি ছুটি খোলা মাঠে।
কান্না আমার, তোমার ধারায় মিশে হয় একাকার-
সিক্ত দেহ তোমার ছোঁয়ায়, পড়ে রয় নিঃসার।
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০১০ ভোর ৪:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




