আহ... শান্তি! অবশেষে সামুতে “জেনারেল” হলাম।
বাংলা ব্লগের দুনিয়ার সাথে পরিচয় অনেক আগে থেকে। সেই ২০০৬ এর শেষ অথবা ২০০৭ এর শুরু থেকে। সামহ্যোয়ার ইন ব্লগ, মুক্তমনা, সচলায়াতন- এই তিনটিতেই বেশি ঘোরাফেরা করা হত। শুধু মাত্র ব্লগের লেখাগুলো পড়ার জন্য। কিন্তু এই ২০১০ এর আগে এর একটিরও সদস্য হইনি। হঠাৎ পরিচিত কিছু মানুষের উৎসাহে লেখালেখির ইচ্ছে জাগল। কিন্তু সামুতে এই কী বিপত্তি!

টানা ১ মাসেরও অধিক সময় পর্যবেক্ষণে রেখে দিলো আমাকে। কিছুতেই জেনারেল হইনা!!! আজব। আজ সকালে উঠে ইমেইল চেক করতে গিয়ে দেখি একটি নোটিশ এসেছে সামু’র থেকে। আমাকে জেনারেল করে দেওয়া হয়েছে।

অবশেষে ... জেনারেল হলাম তাহলে! সামু’র কতৃপক্ষের তাহলে শেষ পর্যন্ত আমার দিকে নজর দেওয়ার সময় হয়েছিলো। আমিতো ভেবেছিলাম পরকালে যাওয়ার পর হয়ত সৃষ্টিকর্তা বলবেন- নে বেটা, তোর জন্য পুরষ্কার আছে! আমি যখন সুন্দরী হুরের লোভে গদগদভাবে তার দিকে তাকাবো,

আশেপাশে চোরাচাহনী দিবো, তখন স্বয়ং স্রষ্টা তার ল্যাপটপ খুলে আমাকে সামু’র সাইটে নিয়ে বলবেন- দেখ তোকে জেনারেল করে দিছি আমার ক্ষমতায়।

ইহকালে তো তোর এটা হয়ে ওঠা হয়নি, তাই... আমি খুবি করুণ দৃষ্টিতে হুর না পাওয়ার দুঃখে স্রষ্টার দিকে তাকিয়ে মিথ্যে হেসে বলবো- সবই আপনার ইচ্ছায়!
জেনারেল তো হলাম, দেখি এইবার ১ বছরের প্রস্তুতি নিচ্ছি “সেইফ” হওয়ার জন্য। আর যাই হই না কেন, নৈরাশ্যবাদীতো আমি নই!
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০১০ রাত ১১:০১