বলতে পারো- বন্ধু কী, কেমন হয়?
হঠাৎ একদিন, রেলিং এর উপর বসা
নিঃসঙ্গ বায়সটা প্রশ্ন করলো আমায়।
অজান্তেই কিছুটা চমকে গেলাম আমি;
আর, আর কিছুটা শিহরিত।
কেমন করে যেন, কিছু না ভেবেই
আমি বললাম- দ্বিতীয় সত্ত্বা।
আর ঠিক ঐ সুনীল আকাশের মতো,
যে পারে রঙহীন কোনো ভূবনে
ভালোবাসার নীল রঙ ছড়িয়ে দিতে।
আর, আর ঐ বিস্তীর্ণ বনভূমির মতো।
সকলের অগোচরে, নিঃসঙ্গ পথচারীর জন্য,
পরম মমতায় যে জন্ম দেয়
ভালোবাসার নীল অর্কিড।
ও হ্যাঁ, বলাই তো হলো না!
আর ঠিক যেন নিজের ছায়ার মতো,
অনির্বাণ পথচলায় এক ক্লান্তিহীন সঙ্গী।
আজ কিছুদিন হলো নিঃসঙ্গ বায়সটা আর আসে না।
হয়তোবা কোনো বন্ধু খুঁজে পেয়েছে সে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




