হাসিনা খালেদা এক হইছে সেনা কুঞ্জে। ঐখানে জাতির বিশ্বস্ত সেনাবাহিনীকে সম্মানিত করাও হয়েছে। আহারে। দুই নেত্রী কেন জেলে তরকারি বিনিময় করেন নাই, তা নিয়ে আফসোসও হয়েছে। সমকাল দেশ যায় রসাতলে হেরা করে তামাশা। কর্নেল হিরু নামের এক ব্যাটারে আওয়ামী লীগ নমিনেশন দিছে নরসিংদী সদরে। হের নামও শুনি নাই জীবনে। হা শুনছি হের ভাতিজার নাম শুনছি। তার নাম গৌরব। এলাকার বিরাট সন্ত্রাস। ভালো খুব ভালো। এরা এখন বলাবলি করতেছে যে সেনাবাহিনী থেকে থুক্কু সরকার থেকে ৫০ জনের মত অবঃ কর্নেল, অবঃ মেজর ইত্যাদিদের লিস্ট গেছে বি এন পি আওয়ামী লীগের কাছে, নমিনেশনের জন্য। বাহ। খুব ভালো। এই ১০০ সিট সংসদের কনফার্ম। বাংলাদেশ মিয়ানমারের চেয়ে ভালো। ঐখানে বেটারা সংবিধান কইর্যা এক তৃতীয়াংশ সীট সংরক্ষিত করছে। আমরা সংবিধানে হাত না দিয়াই পারি। দেখা যাক কি হয়।
হাসিনা খালেদা তরকারি বিনিময় করুক, আর এই ফাঁকে এরশাদের মত বিশ্ববেহায়া আর নিজামী-মুজাহিদের মত রাজাকার, দেশদ্রোহীরা নির্বাচন করুক গনতন্ত্রের কথা বলুক। জয় বাংলা।
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০১০ সকাল ১০:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




