ওইদিকে ধুসর গোধূলি বলেছিলেন, আমি নাকি 2য় লিস্ট নামিয়ে ডিপ্লোমেসি করতে চাচ্ছি, ওই বেটা পুরো একটা খচ্চর, সত্যি কথা আগে ভাগেই বলে দেয়, হাহাহাহাহ....
কালপুরুষঃ ওনি কালো পুরুষ না, দেখতে আল্লাহ দিলে একটা চেহারা দিছে, তার সাথে দিছে কবিতা লেখার শক্তি। দুনিয়ার এমন কোন বিষয় নাই যে উনি কবিতা লিখতে পারেন না। (আহলাদে গদগদ হাসি ...)
আড্ডাবাজঃ Real আড্ডাবাজ, কেউ একজন বলেছিলেন হাসিন ভাইই আড্ডাবাজ, জানি না সত্যি কিনা? হাসিন ভাই হোক আর নাই হোক আড্ডাবাজ আড্ডাবাজই।
আস্তমেয়েঃ উনি আসলেই মেয়ে কিনা সন্দেহ আছে, চটাং চটাং কথা বলেন, হাহাহাহাহা .... , জ্ঞানী বৃক্ষ। একবার সামান্য কথা কাটাকাটি হয়েছিল, আপাতত সন্ধি। আচ্ছা ট্যানকার্ভ টা জানি কি ..?
দীক্ষক দ্রাবিড়ঃ বেশ কিছুদিন ধরে অনুপস্থিত। হ্যালো হ্যালো ... দীরু ভাই আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন ... হ্যালো ...
লুনা রুশদীঃ খুবই ভাল লেখেন, কিন্তু অল্প লেখেন। মন ভরে না।
মেঘঃ New Comer, কিন্তু লেখা ভাল লেগেছে।
আজকে আপাতত এখানেই শেষ, আগামীতে আরোও বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দেব।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



