মান করার চে ভান অনেক ভাল। কিন্তু ঘুমানোর চাইতে ঢের শক্ত ঘুমানোর ভান। চোখে আলো লাগলে চোখ পিটপিট করে। স্বপ্ন গুড়ুম।
কেচো খুঁড়তে গেলে অনেক সময় কেউটে বেরোয়, তেমনি ভান করতে করতে ভালুক। ভালুক মধু খায়, পিছু পিছু গেলে লাভ আছে। কাজেই কিসে লাভ আর কিসে ক্ষতি তা চট করে বোঝা যায় না।
সরকারী কর্মচারীরা যে কাজের ভান করেন তা বড়ই কাজের। আমরা মূর্খ তাই বুঝতে পারি না। আপনারাও বোঝার ভান করুন, দেখবেন সরকারী কর্মচারীরা নিশ্চিন্তে ঘুমাতে পারছে। আর নিশ্চিন্তে ঘুমাতে পারলে তারা অসাধারন সব স্বপ্ন দেখবেন, সব কিন্তু আপনাদের জন্য।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


