সেদিন ইচ্ছে হল কচুর লতি খাওয়ার। কিনে ানা হল, রান্না করাও হল লটে মাছ দিয়ে কিন্তু খাওয়ার পর কচুর লতির টেষ্ট পেলাম না। কেউ বলল শুটকি, আমার মনে হল চিংড়িমাছের চচ্চড়ি। গলা না ধরলে কচু টের পাওয়া যায় না আর এই পোমো সময়ে গলা ধরার ট্যাবলেটও তৈরী হয়নি। শীত পড়েনি, পড়লে গলা ধরার একটা চান্স ছিল।
অনেকদিন পর এক বন্ধুর বাড়ি গেলাম। আগে আমাদের গলাগলি সম্পর্ক ছিল, এখন দেখলাম খুব একটা পাত্তা দিচ্ছে না। আমি চেঁচামেচি জুড়ে দিলাম, আমি তোর কাছে ষাট হাজার টাকা পাই, ফেরত দে! ভাবলাম এইবার ও খচে যাবে, খিস্তি দেবে, গলা চেপে ধরবে। ও আমার মুখের ওপর পাগল বলে দরজা বন্ধ করে দিল।
সারাদিন ঘুরলাম, কিছুতেই আমার গলা ধরল না। শেষকালে রেগেমেগে একশ পিস আইসক্রীম কিনে আনলাম। বাড়ি এসে দেখি সব গলে জল। আমার গলাও ধরল না, কচুর লতিও খাওয়া হল না। চিংড়ির পায়েস জাতীয় কিছু একটা দিয়ে ডিনার করলাম। জানি সব ইচ্ছা পূরণ হয় না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

