একদিন মাঠের পরে মাঠে
আমি ছিলাম বিছিয়ে রাখা ঘাস
তুমি এসে শরীর ঢেলে দেবে
কেবল সেই জন্যে
...
পরদিন খবরের কাগজে সেই ছবি দেখে
আঁৎকে উঠেছিলাম, লোক জড়ো করেছিলাম
মাথা ঘামিয়েছিলাম
আর সমবেত সেই মাথার ঘাম
ধরে রেখেছিলাম দিস্তে দিস্তে দলিলে
যাতে পরবর্তীতে কেউ এসে গবেষণা শুরু করতে পারে যে,
এক দলিলগুলোয় আগুন দিলে ক'জনকে পুড়িয়ে মারা যায়
মারো মারো মারো...
স্ত্রী ও পুরুষলোকদের জন্য আয়ত্ব করো দু'ধরনের প্রযুক্তি
মারো মারো মারো...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




